দেশকে আরও শক্তিশালী করতে প্রতিরক্ষায় বিপুল পরিমান বিনিয়োগের পরিকল্পনা : প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বুধবার বলেন যে, তাঁর সরকারের লক্ষ্য আগামী পাঁচ বছরে ভারতের প্রতিরক্ষা রফতানি ৫ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করা। প্রতিরক্ষা এক্সপো ২০২০ উপলক্ষ্যে লক্ষৌতে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, আর্টিলারি গানস, এয়ারক্রাফ্ট ক্যারিয়ার, ফ্রিগেটস, সাবমেরিন, হালকা যুদ্ধের বিমান, কমব্যাট হেলিকপ্টার প্রভৃতি তৈরি হচ্ছে ভারতে। এখন আমাদের লক্ষ্য আগামী ৫ বছরে প্রতিরক্ষা রফতানি ৫ বিলিয়ন মার্কিন ডলার অর্থাৎ প্রায় ৩৫ হাজার কোটি টাকায় উন্নীত করা।’
‘বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জনসংখ্যা, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সেনাবাহিনী এবং বিশ্বের বৃহত্তম গণতন্ত্র, দেশের সুরক্ষার বিষয়ে কতদিন আর কেবল আমদানির উপর নির্ভর করতে পারে।’ এদিন বলেন প্রধানমন্ত্রী। তিনি আরও বলেন যে, আধুনিক অস্ত্রের বিকাশের জন্য দুটি প্রধান প্রয়োজনীয়তা রয়েছে – গবেষণার উচ্চ সম্ভাবনা এবং অস্ত্র উৎপাদন ব্যবস্থার উন্নয়ন।
আরও পড়ুন : NRC-এর পথে একধাপ এগলো কেন্দ্র
প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের সরকার গত ৫-৬ বছরে এটিকে আমাদের জাতীয় নীতির একটি বৃহৎ অংশ বলে মনে করেছে। আমি বুঝতে পেরেছি যে ব্যবহারকারী এবং প্রযোজকের মধ্যেকার অংশীদারিত্বের মাধ্যমে জাতীয় সুরক্ষা আরও শক্তিশালী করা যায়। এর আগে প্রতিরক্ষা উৎপাদনে বেসরকারী খাতের পরীক্ষা নিরীক্ষার পরিকাঠামো নিয়ে অনেক সমস্যা ছিল। এখন এর জন্য অনেক বিকল্পের সুযোগ খোলা হয়েছে এবং ভারতীয় শিল্পের বিকাশের জন্য বিনামূল্যে প্রযুক্তির স্থানান্তরের বিষয়ে ডিআরডিও-র আলাদা নীতি রয়েছে।’