কলকাতা : আবারো এক চাঞ্চল্যকর খবরের শিরোনামে কলকাতা মেডিক্যাল কলেজ। রোগীদের জন্য রান্না করা খাবার চুরি বিক্রি করা হচ্ছে রোগীর পরিজনদের কাছে। খাওয়ারের গুনমানও অত্যন্ত কম যা নিয়ে বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
শনিবার রোগীর খাওয়ার চুরির করে তাদের পরিজনদের বিক্রি করার ঘটনার ভিডিও তুলেছেন রোগীর আত্মীয়, যা নিয়ে বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জানা গিয়েছে, আইআরও বিভাগে এভাবেই খাওয়ার চুরি করে বিক্রি করা হয়, যার নেপথ্যে রয়েছে ক্যান্টিনের কিছু কর্মী। এই নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের ওপর প্রশ্ন তুলেছেন অনেকে।
কলকাতা মেডিক্যাল কর্তৃপক্ষ জানিয়ে, এখনো পর্যন্ত কোনো লিখিত অভিযোগ আসেনি। রোগীর আত্মীয়রা অভিযোগ করলে অবশ্যই বিষয়টি খতিয়ে দেখা হবে। রোগীর পরিজনদের অভিযোগ, যে পরিমান ডিম ও মাংশ দেওয়া উচিত তা তো দেওয়া হচ্ছে না, এমনকি প্রতিদিন মাছও পাচ্ছে না রোগীরা।
রোগীদের খাওয়ার চুরি করেই মাত্র ২০ টাকায় রোগীর পরিজনদের দেওয়া হত ভাত, ডাল, তরকারি। কর্তৃপক্ষ জানিয়েছে এই বিষয়ে একবাল খতিয়ে দেখবে তারা। ম্যাডিক্যাল কলেজ ও আইআরও বিভাগের রান্না আসে একই ক্যান্টিন থেকে। ম্যাডিক্যাল কলেজেও এমন হচ্ছে কিনা তাও খতিয়ে দেখবে তারা।