দুই সন্দেহজনক ব্যক্তিকে গ্রেফতার করেছে তামিলনাড়ু পুলিশ৷ মিথ্যে পরিচয় দিয়ে রাজ্যে ঢুকেছে এই ২ জন ব্যক্তি। এরা সমুদ্রপথ দিয়ে রাজ্যে ঢুকেছে বলে জানা গিয়েছে৷ এই ২ জনের জঙ্গি সংগঠন লস্কর-ই-তইবার সঙ্গে যোগ রয়েছে বলে অভিযোগ করা হয়েছে। এর আগে বৃহস্পতিবার কেরালা থেকে এক সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছিল৷ ওই ধৃতকে জিজ্ঞাসাবাদ করেই তামিলনাড়ুর এই দুই ব্যক্তির সন্ধান মেলে বলে জানিয়েছে পুলিশ।
গোয়েন্দারা আগেই জানিয়েছিল যে লস্করের জন পাকিস্তানি ও ১ জন শ্রীলঙ্কান সন্ত্রাসবাদীর দল নিজেদের হিন্দু পরিচয় দিয়ে বৃহস্পতিবার রাতে তামিলনাড়ুতে ঢুকে পড়েছে। এই ৬ জন জঙ্গি সমুদ্রপথ হয়ে রাজ্যে ঢুকেছে বলে খবর মেলে৷ ইলিয়াস আনওয়ার নামক পাকিস্তান নাগরিকটি তিলক কেটে শহরে ঘুরছে বলে জানায় পুলিশ৷ সূত্রের খবর অনুযায়ী, এই সন্ত্রাসবাদীরা দেশের গুরুত্বপূর্ণ জায়গা যেমন- বিমান বন্দর, মন্দির, রেল স্টেশন, পর্যটনস্থল এবং সরকারি দূতাবাসের উপরে হামলা করতে পারে। তাই রাজ্যের বিভিন্ন স্থানের বড় বড় লজ, ছোটবড় নৌকা, মন্দির, পর্যটনস্থল, বিমানবন্দর, রেল স্টেশন এবং বাসস্ট্যান্ড গুলি পুলিশের তরফ থেকে নজরদারি চালানো হচ্ছে।