কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে নেওয়ার পর থেকে পাকিস্তান ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক স্তরে নানা অভিযোগ জানিয়েছে। কিন্তু চিন ছাড়া কাউকেই পাশে পায়নি পাকিস্তান। গতকাল, বুধবার রাষ্ট্রপুঞ্জও জানিয়ে দিয়েছে যে এটি একটি দ্বিপাক্ষিক বিষয় এবং এই বিষয়ে কোনো রকম হস্তক্ষেপ করা হবে না।
এই বিষয়ে আরও বিতর্কিত মন্তব্য রাখলেন ইউরোপীয় কমিশনের প্রাক্তন অধিকর্তা ব্রায়ান টোল। তিনি বলেন, ‘গিলগিট-বাল্তিস্তানও ভারতের অঙ্গ। সার্বিক পরিস্থিতি পর্যালোচনার সময় গিলগিট-বাল্তিস্তানের অবস্থানও আলোচনায় উঠে আসবে। আস্তে আস্তে এই ইস্যুটিও বিশ্ব-পর্যায়ে আলোচিত হবে, যা পাকিস্তানের ইসলামাবাদের পক্ষে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না।’