কার্তারপুর করিডর উদ্বোধনের আগে ভিডিও প্রকাশ করে বিতর্ক বাড়ালো পাকিস্তান

পাঞ্জাব : কার্তারপুর করিডর উদ্ধোধনের দু দিন আগে মিউজিক ভিডিও প্রকাশ করলো পাকিস্তান। পাকিস্তানের পক্ষ থেকে প্রকাশ করা এই ভিডিওটিকে ঘিরে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। প্রকাশিত এই মিউজিক ভিডিওতে…

Avatar

পাঞ্জাব : কার্তারপুর করিডর উদ্ধোধনের দু দিন আগে মিউজিক ভিডিও প্রকাশ করলো পাকিস্তান। পাকিস্তানের পক্ষ থেকে প্রকাশ করা এই ভিডিওটিকে ঘিরে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। প্রকাশিত এই মিউজিক ভিডিওতে শিখ ধর্মাবলম্বী মানুষদের কার্তারপুর করিডর দিয়ে গুরুদ্বারে প্রবেশ করতে দেখা যাচ্ছে। সেখানেই খলিস্থানপন্থী শিখ বিচ্ছিন্নতাবাদী নেতা বিন্দারওয়ালাকে দেখা যায়। অপারেশন ব্লু স্টারে নিহত এই শিখ নেতার ছবি ব্যবহার করে পাকিস্তান ভারতবিরোধী খলিস্থানপন্থী বিচ্ছিন্নতাবাদী জঙ্গি সংগঠনকে মদত দেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ তুলেছে ভারত।

পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং এই ঘটনায় সরাসরি পাকিস্তানের বিরুদ্ধে অভিযোগ তুলেছে। পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রকের পক্ষ থেকে চার মিনিটের এই ভিডিওটি প্রকাশ করায় ভারতবিরোধী সন্ত্রাসে মদত দেওয়ার অভিযোগ আরও দৃঢ় হয়েছে। ভারতের তরফে আশঙ্কা প্রকাশ করা হয়েছে যে, কার্তারপুর করিডর ব্যবহার করে খলিস্থানপন্থী বিচ্ছিন্নতাবাদীদের ভারতবিরোধী কাজে উস্কানি দেওয়ার চেষ্টা করতে পারে পাকিস্তান।

About Author