সম্প্রতি আয়কর দপ্তর প্যান কার্ড সম্পর্কিত একটি বড় আপডেট দিয়েছে যা প্রত্যেক প্যানকার্ডধারীদের জানা প্রয়োজন। নাহলে তাঁদের অনেক সমস্যার সম্মুখীন হতে হবে। আয়কর দপ্তর কিছুদিন আগে একটি নোটিফিকেশন জারি করে জানিয়ে দিয়েছেন যে আপনার প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করা বাধ্যতামূলক। এই লিঙ্ক করার জন্য একটি সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। সেই সময়ের মধ্যে লিঙ্ক না করলে দিতে হবে জরিমানা এবং বাতিল হয়ে যাবে আপনার প্যান কার্ড।
আয়কর দপ্তর সূত্রে জানানো হয়েছে যে আপনি যদি ৩১ মার্চ, ২০২৩ সালের আগে আধার কার্ডের সাথে প্যান কার্ড লিঙ্ক না করেন, তাহলে আপনার উপর ১০ হাজার টাকা জরিমানা করা হবে। এছাড়াও এই কাজ না হলে ১ এপিল, ২০২৩ থেকে আপনার প্যান কার্ড নিষ্ক্রিয় করে দেওয়া হবে। প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে গেলে ব্যাঙ্ক সমন্ধিত যেকোনো কাজে আপনাকে সমস্যার সম্মুখীন হতে হবে। প্যান কার্ডের সঙ্গে আধার লিঙ্ক না করেন, তাহলে বেশ কিছু সরকারি পরিষেবা থেকে বঞ্চিত হয়ে যেতে পারেন আপনি। কী ভাবে প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করবেন, রইলো পদ্ধতির বিস্তারিত বিবরণ।
- প্রথমে ভারতের আয়কর বিভাগের অফিশিয়াল ওয়েবসাইটে যান (https://www.incometaxindiaefiling.gov.in/)
- হোমপেজের ‘কুইক লিঙ্ক’ সেকশনে গিয়ে সেখানে থাকা ‘লিঙ্ক আধার’ অপশনে ক্লিক করুন।
- একটি নতুন পেজ খুলবে। সেখানে আপনি আপনার PAN, আধার নম্বর এবং আধারকার্ডে যে বানানে আপনার নাম লেখা রয়েছে তা জায়গা অনুযায়ী লিখতে থাকুন।
- সমস্ত কিছু ফিলআপ করা হয়ে গেলে পেজ-এর শেষে থাকা ক্যাপচা কোড ঠিক করে লিখে নিন। শেষে ‘লিঙ্ক আধার’ বাটনে ক্লিক করুন।