Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Pan and Aadhaar Card: সময় বাড়লো আরো ৩ মাস, প্যান ও আধার কার্ড লিংকের শেষ সময় জেনে নিন

আধার-প্যান কার্ড লিঙ্ক করার শেষ তারিখ বাড়ানো হয়েছে। অনেকেই যদিও এর আগেই মনে করেছিলেন, এরকম ঘোষণা আসতে পারে। এবারে সেই ঘোষণা সত্য প্রমাণিত করে অর্থ মন্ত্রক জানিয়েছে ৩০ জুন অবধি…

Avatar

আধার-প্যান কার্ড লিঙ্ক করার শেষ তারিখ বাড়ানো হয়েছে। অনেকেই যদিও এর আগেই মনে করেছিলেন, এরকম ঘোষণা আসতে পারে। এবারে সেই ঘোষণা সত্য প্রমাণিত করে অর্থ মন্ত্রক জানিয়েছে ৩০ জুন অবধি এই লিংক করার কাজ করা যাবে। প্রকৃতপক্ষে, অর্থ মন্ত্রক তথ্য দিয়ে জানিয়েছে, আরো ৩ মাসের জন্য এই কাজ করতে পারবেন ভারতীয়রা। এই সময়সীমা ৩০ জুন পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। তবে, জরিমানা দিয়েই এই কাজ আপনাকে করতে হবে। এখন ৩০ জুন পর্যন্ত, আপনি এখন যেভাবে করছেন ঠিক সেভাবেই প্যান-আধার লিঙ্ক করতে পারবেন। আয়কর দফতরের নিয়ম অনুযায়ী, এখন লিঙ্ক করার জন্য আপনাকে ১,০০০ টাকা জরিমানা দিতে হবে। প্যান-আধার লিঙ্ক করার আগে আপনাকে ১,০০০ টাকা দিতে হবে। তারপরেই আপনি লিঙ্ক করার অনুরোধ জমা দিতে সক্ষম হবেন।

কার জন্য প্যান-আধার লিঙ্ক করা প্রয়োজন আর কার জন্য নয়?

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আয়কর আইনের ধারা 139AA অনুযায়ী, প্রত্যেক ব্যক্তি যার জন্য ১ জুলাই, ২০১৭ তারিখের আগে স্থায়ী অ্যাকাউন্ট নম্বর (PAN) বরাদ্দ করা হয়েছে এবং যারা একটি আধার নম্বর পাওয়ার যোগ্য, তাদের নির্ধারিত ফর্মে তার আধার নম্বর লিংক করাতে হবে। এবারে, ৩০ জুনের মধ্যে সেই ব্যক্তিদের নিজেদের প্যান কার্ড ও আধার কার্ড লিংক করতে হবে। তবে, আসাম, জম্মু ও কাশ্মীর এবং মেঘালয়ে যারা বাস করেন তাদের জন্য আধার-প্যান লিঙ্ক করার প্রয়োজন নেই। অনাবাসী ভারতীয়দের জন্য আধার ও প্যান কার্ড লিংকের প্রয়োজন নেই। এছাড়া, যে ব্যক্তিদের আশি বছর বা তার বেশি বয়স হয়েছে, তাদেরকেও এই আধার ও প্যান লিংক করতে হবে না।

প্যান-আধার লিঙ্ক না হলে কী হবে?

আয়কর আইন ১৯৬১ অনুসারে, প্যান কার্ড ধারকদের জন্য ৩০ জুন, ২০২৩ সালের মধ্যে তাদের প্যান কার্ডকে আধারের সাথে লিঙ্ক করা বাধ্যতামূলক। যে প্যান কার্ডধারীরা এটি করবেন না, তাদের প্যান কার্ড ১ জুলাই, ২০২৩ থেকে নিষ্ক্রিয় হয়ে যাবে। আয়কর রিটার্ন দাখিল করার জন্য, আইনের অধীনে TDS-এর টাকা ফেরত পাওয়ার জন্য তার প্যান কার্যকর হবে।

About Author