Pan Card: প্যান কার্ড প্রক্রিয়াকরণ এবার আরো সহজ, ঘরে বসেই ১ মিনিটে পেয়ে যাবেন প্যান কার্ড

আয়কর বিভাগ এই মুহূর্তে NSDL ওয়েবসাইট থেকে প্যান কার্ড আপডেট করার পদ্ধতি জারি করেছে

Advertisement

Advertisement

আপনার কাছে যদি একটি প্যান কার্ড থাকে তাহলে আপনার জন্য রয়েছে একটা বড় খবর। আয়কর বিভাগ একটা নতুন পরিকল্পনা নিয়ে আসতে চলেছে যার মাধ্যমে খুব শীঘ্রই ব্যবহারকারীরা, ইলেকট্রনিক প্যান কার্ড পেতে পারবেন। সরকার এতে বেশ কিছু পরিবর্তন নিয়ে আসতে চলেছে। আজ আমরা এই ইলেকট্রনিক প্যান কার্ড ডাউনলোড করার জন্য আপনি কিভাবে সংশোধন করতে পারেন সেটাই আপনাদের জানাবো। এই নতুন ফিচারটি সবার জন্যই একটা বড় ফিচার হতে চলেছে।

Advertisement

কিভাবে ডাউনলোড করবেন এই প্যান কার্ড?

১. প্রথমে আপনাকে NSDL এর অফিসিয়াল পোর্টালে যেতে হবে এবং সেখানে আপনাকে নির্দিষ্ট লিঙ্কে ক্লিক করতে হবে।

Advertisement

২. এরপর আপনি দুটি বিকল্প দেখতে পাবেন, একটি হল প্যান নম্বর এবং অন্যটি হলো ACKNOWLEDGEMENT NUMBER।

Advertisement

৩. এরপরে আপনাকে আপনার প্যান নম্বর আধার নম্বর জন্ম তারিখ এবং নির্দিষ্ট ক্যাপচা লিখতে হবে।

৪. এরপরে আপনাকে নির্দেশাবলী মনোযোগ সহকারে পড়তে হবে এবং নিজের বাক্সে ক্লিক করতে হবে। সবশেষে আপনাকে সাবমিট বাটনে ক্লিক করতে হবে।

৫. এরপরে আপনি E-PAN pdf পপ আপ দেখতে পাবেন।

কিভাবে সংশোধন করবেন?

আপনি যদি আপনার ঠিকানা বা নাম পরিবর্তন করতে চান তাহলে আপনি অনলাইন পোর্টালে এই কাজটা করতে পারেন। পরিবর্তনের পরে আপনি ১৫ দিনের মধ্যে নতুন প্যান কার্ড ডাউনলোড করতে পারবেন। যদি অনুরোধ গৃহীত হয় তাহলে প্যান কার্ড আপনার বাড়িতেও চলে আসতে পারে।