১০ বছর হয়ে গেলে প্যান কার্ড পাল্টাতে হবে? চলুন এই সম্পর্কিত নিয়মটা জেনে নেওয়া যাক বিস্তারিতভাবে – PAN CARD
শুধুমাত্র ক্ষতি হলে বা অস্পষ্ট স্বাক্ষরের জন্য পুরনো প্যান কার্ড নতুন করে প্রতিস্থাপন করতে পারেন আপনি
প্যান কার্ড দেশের সবথেকে গুরুত্বপূর্ণ নথি হিসেবে পরিচিত। আজকের দিনে আয় করে রিটার্ন দাখিল করার জন্য আপনার অবশ্যই প্যান কার্ড প্রয়োজন হবে এবং প্যান কার্ড ছাড়া আপনি আয়কর রিটার্ন দাখিল করতে পারবেন না। এই মুহূর্তে যদি আপনি কোন ব্যাংকের অ্যাকাউন্ট খুলতে চান তাহলেও কিন্তু আপনার প্যান কার্ড প্রয়োজন হয়। যেকোনো বড় ধরনের আর্থিক লেনদেনের জন্য আপনার প্যান কার্ড লাগবে। এই পরিস্থিতিতে আপনার প্যান কার্ড পুরনো হয়ে গেলে সেক্ষেত্রে আপনার একটি গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখা দরকার।
মনে করুন আপনার কাছে বছরের পর বছর ধরে আপনার প্যান কার্ড পড়ে রয়েছে। ১০ বছর, ২০ বছর বা ৩০ বছর বয়স হয়ে গেলে প্যান কার্ড কিছুটা ঝাপসা হয়ে যেতে পারে এবং এর স্বাক্ষর অনেকটা নষ্ট হয়ে যেতে পারে। এমন পরিস্থিতিতে প্যান কার্ডের কপি ইস্যু করা হলে সঠিকভাবে প্রিন্ট পাওয়া যায় না। এমন অবস্থায় কি আপনাকে এই পুরনো প্যান কার্ড বদলে ফেলতে হবে? নতুন করে আবার আপনাকে প্যান কার্ড তৈরি করতে হবে নাকি পুরনো প্যান কার্ডেই কাজ হবে? চলুন সেটাই জেনে নেওয়া যাক বিস্তারিতভাবে
পুরনো প্যান কার্ড সম্পর্কিত নিয়মের ব্যাপারে আপনাকে জানতে হবে বিস্তারিতভাবে। আপনাদের জানিয়ে রাখি যদি স্থায়ী অ্যাকাউন্ট নম্বর বা প্যান নম্বর আপনি আত্মসমর্পণ না করেন তাহলে সারা জীবন আপনার প্যান কার্ড বৈধ থাকবে। পুরনো এবং জরা জীর্ণ প্যান কার্ড প্রতিস্থাপনের জন্য বিশেষ কোনো আদেশ এই মুহূর্তে নেই। যদিও প্যান কার্ড প্রাথমিকভাবে ট্যাক্সের উদ্দেশ্যে প্রায়শই পরিচয় প্রমাণ হিসেবে ব্যবহার করা হয়। এমন পরিস্থিতিতে কোন অসুবিধা এড়াতে আপনার প্যান কার্ডে লেখা তথ্য পরিষ্কার হওয়াটা বাধ্যতামূলক। যাতে আপনার পরিচয় যাচাই করা যায়।
এমন পরিস্থিতিতে আপনি প্যান পোর্টাল থেকে আপনার ইলেকট্রনিক প্যান কার্ডের একটি অনুলিপি তৈরি করতে পারেন। এই নতুন প্যান কার্ড আপনি ফিজিক্যাল প্যান কার্ডের মতোই ব্যবহার করতে পারেন। এছাড়াও একটি নতুন ফিজিকাল প্যান কার্ড আপনি আনিয়ে নিতে পারেন নিজের ঠিকানায়। প্যান নম্বর আপনি পরিবর্তন করতে কখনোই পারবেন না। আপনাকে সেক্ষেত্রে কিন্তু আপনার প্যান কার্ড আগে সমর্পণ করতে হবে এবং তারপরেই আপনি নতুন করে প্যান নম্বরের জন্য এপ্লাই করতে পারেন। তবে সে ক্ষেত্রেও কিছু সমস্যা রয়েছে। ডুপ্লিকেট প্যান কার্ডের জন্য যদি আবেদন করতে চান তাহলে আপনাকে শারীরিকভাবে আবেদনপত্র জমা দিতে হবে আয়কর ভবনে।