নয়াদিল্লি : হবে কি হবে না এই টালবাহানার মধ্যেই শেষ পর্যন্ত শুরু হতে চলেছে সংসদের বাদল অধিবেশন৷ সূত্রের খবর অনুযায়ী আগামী ১৪ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত চলতে পারে সংসদের অধিবেশন৷
করোনা সংক্রমণের জেরে সংসদের অধিবেশন হবে কি না, হলেও কীভাবে হবে তা নিয়ে টানাপোড়েন রয়েছে। তবে এরই মধ্যে কেন্দ্র সরকার ঘোষণা করেছে অধিবেশনের দিনক্ষণ। টানা ১৮ দিন অধিবেশন চালানোর পরিকল্পনা করেছে সরকার৷ সাপ্তাহিক ছুটির দিনগুলিতেও সংসদের কাজ চালানো হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ যদিও বিরোধীদের দাবি, এক সপ্তাহ অধিবেশনের মেয়াদ বাড়িয়ে সাপ্তাহিক ছুটির দিনগুলিতে অধিবেশনের কাজ বন্ধ রাখা হোক৷
তবে অধিবেশন শুরু হলেও করোনা সংক্রমণ যাতে না ছাড়ায় সে সংক্রান্ত যাবতীয় বিধিনিষেধ মেনে চলা হবে৷ সবথেকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে অধিবেশন চলাকালীন সাংসদদের মধ্যে পারস্পরিক দূরত্ব বজায় রাখার বিষয়ে৷ আপাতত ঠিক হয়েছে, সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য নির্দিষ্ট আসনের পাশাপাশি তাঁদের গ্যালারিতেও বসার বন্দোবস্ত করা হবে৷
পারস্পরিক দূরত্ব বজায় রাখার পাশাপাশি Ultra Violet Disinfectant Radiation, বড় আকারের এলইডি স্ক্রিন বসিয়ে অধিবেশনের কাজকর্ম সব সাংসদদের দেখানোর হবে৷ সংসদের বাদল অধিবেশনে বেশ কয়েকটি অর্ডিন্যান্স পেশ করার পরিকল্পনা আছে৷ যদিও করোনা সংক্রান্ত বিধিনিষেধের কারণে এই অধ্যাদেশগুলি সংক্রান্ত কোনও কাগজ সাংসদদের দেওয়া হবে না৷ বরং তার বদলে তাদেরকে ডিজিটাল প্রতিলিপি সাংসদদের পৌঁছে দেওয়া হবে৷