পলিটিক্সনিউজরাজ্য

এক ডজন দলিল, লেখা অর্পিতার নাম, পার্থর বাড়ি থেকে আর কি কি উদ্ধার হল?

কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার তথ্য অনুযায়ী, এর মধ্যে পাঁচটি দলিলে ইচ্ছে এন্টারটেইনমেন্ট সংস্থার নাম রয়েছে

Advertisement

একটি কিংবা দুটি না, রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের নাকতলার বাড়ি থেকে একসঙ্গে বারটি দলিল বাজেয়াপ্ত করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আদালতে যে সিজার লিস্ট জমা দেওয়া হয়েছে তাতে এই দাবি করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তাদের দেওয়া রিপোর্ট অনুযায়ী, এই ১২ টি দলিলের মধ্যে পাঁচটি রয়েছে ইচ্ছে এন্টারটেইনমেন্ট প্রাইভেট লিমিটেডের নামে। এছাড়াও অর্পিতা মুখোপাধ্যায়ের নামে দুটি কনভিয়েন্স দলিল বাজেয়াপ্ত করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। এছাড়াও সেন্ট্রি ইঞ্জিনিয়ারিং প্রাইভেট লিমিটেডের নামে পাওয়া গিয়েছে আরো একটি দলিল যে সংস্থার অধিকর্তা হিসেবে নাম রয়েছে অর্পিতা মুখোপাধ্যায়ের।

যে দলিলগুলি মিলেছে তার মধ্যে কোনোটি ২০১৭ সালের, কোনোটি ২০১৯ সালের আবার এমন দলিলও আছে যা ২০২২ সালে তৈরি করা হয়েছে। শুধু দলিল না, চাকরিপ্রার্থীদের এডমিট কার্ড থেকে শুরু করে ২০১২ সালের টেট পরীক্ষা সংক্রান্ত কিছু নথি, পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের একটি নোট পাওয়া গিয়েছে প্রাক্তন শিক্ষা মন্ত্রীর বাড়িতে। স্কুল শিক্ষা কমিটির নিয়োগ করা উপদেষ্টা কমিটির সংক্রান্ত কিছু কাগজপত্র রয়েছে তার বাড়িতে। তার পাশাপাশি একটি স্মার্টফোন এবং একটি হার্ডডিস্ক বাজেয়াপ্ত করা হয়েছে

প্রসঙ্গত উল্লেখ্য, গত শুক্রবার একসাথে মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়সহ স্কুল শিক্ষা কমিশনের একাধিক বর্তমান এবং প্রাক্তন কর্তা, এসএসসি আধিকারিকদের বাড়িতে তল্লাশি চালিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ওইদিনই রাত্রিবেলা অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে নগদ ২২ কোটি টাকা উদ্ধার করা হয়। এরপরেই গ্রেফতার করা হয় পার্থ চট্টোপাধ্যায়কে।

Related Articles

Back to top button