বিজেপি এবং তৃণমূল এর মধ্যে নাম না করে মন্তব্য নিয়ে বর্তমানে সরগরম রাজনীতি। কটাক্ষ পালটা কটাক্ষের খেলা এখন পৌঁছেছে আদালতের দরবারে। সম্প্রতি অভিষেক বন্দ্যোপাধ্যায় কে ‘ খোকাবাবু ‘ বলে সম্বোধন করেছেন দিলীপ ঘোষ। আর এই মন্তব্যের পাল্টা এদিন পার্থ চট্টোপাধ্যায় দিলীপ ঘোষকে পাগলা বাবু হিসেবে চিহ্নিত করেছেন।
অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপি নেতৃত্বের বিরুদ্ধে কটাক্ষ করেছিলেন, ভাইপো না বলে তাকে নাম ধরে ডাকুন। এদিন অভিষেকের এই চ্যালেঞ্জ এর জবাব দিয়ে দিলীপ ঘোষ তাকে খোকাবাবু হিসেবে কটাক্ষ করেছেন। তিনি বলেছেন,” উনি কোলে চড়ে এসে সাংসদ হয়েছেন।” অভিষেক বন্দ্যোপাধ্যায় কে নিশানা করে দিলিপ এদিন আরো বলেন,” ভাইপো বলেছে তো কি হয়েছে? আদর করে লোকে ভাইপো বলেছে। দিল্লিতে তো যুবরাজকে পাপ্পু বলা হয়। সেটা বললে কি ভালো হবে? আমি ভাইপো বলছি না। আমি বলছি খোকাবাবু। উনি কোলে চড়ে এসে সাংসদ হয়েছেন। লোকেরা উনার পার্টির জন্য প্রাণ দিয়েছে। আজ তারাই রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। আর হাত জোড় করে বাড়ির সামনে এসে দাঁড়িয়ে থাকছে। ওদিকে উনি হঠাৎ করে রাজনীতিতে এসে এমপি হয়ে গেলেন। ”
এই মন্তব্যের পাল্টা কটাক্ষ করেছেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। তিনি দিলীপ ঘোষ কে উদ্দেশ্য করে বলেছেন,” দীলিপবাবু হলেন পাগলা বাবু। উনি একটা মস্তিষ্কবিকৃত লোক। তিনি একটি বিকৃত মানুষের পরিচয় দিচ্ছেন। উনি তো রাজ্য সভাপতি। তার কাছ থেকে মানুষ আশা করে মার্জিত ভাষা। কিন্তু উনি বিকৃত ভাষা প্রয়োগ করছেন। উনি যত এই ধরনের ভাষা প্রয়োগ করবেন ততই আমাদের লাভ হবে।”
এখানেই শেষ নয়, পার্থ চট্টোপাধ্যায় আরো বলেছেন,” দিলীপ ঘোষ দিনের পর দিন খারাপ কথা বলে যাবেন আর তার কথার উত্তর যদি অভিষেক দেয় তাহলেই মুশকিল! অভিষেকের সাহস আছে তাই অভিষেক উত্তর দিয়েছে। যা দেখেছে তাই বলেছে। দীলিপবাবু আগেও সুস্থ মন নিয়ে চলুন, তারপর উনার এত কথার উত্তর দেয়া যাবে।”