গতকাল ছিল রাজ্যের তিন বিধানসভা উপনির্বাচন। এই উপনির্বাচনে করিমপুরের বিজেপি প্রার্থী জয়প্রকাশ মজুমদারকে চরম হেনস্থা করা হয় তৃণমূলের কর্মীদের পক্ষ থেকে। তাকে রাস্তায় ফেলে মারধর করা হয় এবং লাথি মেরে জঙ্গলে ফেলে দেওয়া হয়।
এই প্রসঙ্গে গতকাল তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বিতর্কিত মন্তব্য করেন। পার্থ বাবু বলেন, ‘লাথিটা কার সেটা দেখতে হবে! বিজেপির নাকি সাধারণ মানুষের।’ গতকাল বিকেলে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘ওরা তো ভোট দিতেই জানে না। নিজের স্ত্রীকে দেখিয়ে দিতে হয় কিভাবে ভোট দেবে।’
গতকাল রাজ্যের তিন বিধানসভায় উপনির্বাচন ঘিরে বিক্ষিপ্ত অশান্তি হয়। এর মধ্যে করিমপুরের বিজেপি প্রার্থী জয়প্রকাশ মজুমদারকে মারধর করে জঙ্গলে ফেলে দেওয়া হয়। কেন্দ্রীয় বাহিনী এসে তাঁকে রক্ষা করেন। এই বিষয়ে নির্বাচন কমিশনের কাছে বিজেপি অভিযোগ করেছে। আজ বিষয়টি সংসদে তোলা হবে বলেও জানানো হয়েছে বিজেপির তরফে।