এবার থেকে তৎকাল টিকিট বুকিংয়ের ক্ষেত্রে সাধারণ যাত্রীরা আরও বেশি টিকিট পাবেন, এমনটাই জানিয়েছেন ভারতীয় রেলের এক উচ্চ পদস্থ কর্তা। সম্প্রতি রেলের তরফে তৎকাল টিকিট কাটার কিছু অবৈধ সফটওয়্যার আইআরসিটিসির সাইট থেকে সরানো হয়েছে, এবং এই অবৈধ সফটওয়্যারগুলি ব্যবহার করে তৎকাল টিকিট কাটতো এমন ৬০ জন এজেন্টকে গ্রেপ্তার করা হয়েছে।
আরপিএফের ডিরেক্টর জেনারেল অরুন কুমার বলেছেন, ‘এর ফলে এবার থেকে সাধারণ যাত্রীদের জন্য তৎকাল টিকিট কয়েক ঘন্টা পর্যন্ত উপলব্ধ থাকবে, আগে যা মাত্র কয়েক মিনিটই থাকতো।’ প্রসঙ্গত, এতদিন পর্যন্ত কিছু এজেন্ট অবৈধ সফটওয়্যার ব্যবহার করে তৎকাল টিকিট গুলি ব্লক করে দিতো। পরে সেই টিকিট তুলে বেশি দামে যাত্রীদের নিতে বাধ্য করতো।
আরও পড়ুন : পিএফ, পেনশনের টাকা নিয়ে অনিশ্চয়তায় সাধারণ মানুষ
এতদিন পর্যন্ত ‘ANMS’, ‘MAC’ এবং ‘Jaguar’ এর মতো অবৈধ সফটওয়্যার গুলি আইআরসিটিসির লগইন ক্যাপচা, বুকিং ক্যাপচা এবং ব্যাংক ওটিপি বাইপাস করে ব্লক করে দিচ্ছিলো। ফলে সাধারণ যাত্রীরা টিকিট বুক করতে পারছিলেন না। আইআরসিটিসির এক কর্তা বলছিলেন, এই সফটওয়্যার গুলি ব্যবহারের ফলে একটি তৎকাল টিকিট কাটতে ১.৪৮ মিনিট সময় লাগে, যেখানে একজন সাধারণ যাত্রীর একটি টিকিট কাটতে সময় লাগে ২.৫৫ মিনিট। রেলের নিয়মে আছে যে, কোনো এজেন্ট তৎকাল টিকিট কাটতে পারবে না। আরপিএফ গত দুমাসে ৬০ জন এমন এজেন্টকে গ্রেপ্তার করেছে যারা এই অবৈধ সফটওয়্যার গুলি ব্যবহার করে টিকিট কাটতো।