মোনালিসার চাবুক ফিগার দেখে লোভ সামলাতে পারেনি পবন সিং, বেডরুমে চরম রোম্যান্সে (VIDEO)

ইদানিং ভোজপুরি কন্টেন্ট হামেশাই ভাইরাল হচ্ছে। এবারে ভাইরাল হল মোনালিসা (Monalisa) ও পবন সিং (Pawan Singh) এর একটি ভিডিও কন্টেন্ট, যেখানে পবন ও মোনালিসা ভরপুর রোম্যান্স করেছেন এবং দর্শকরা সেটি…

Avatar

ইদানিং ভোজপুরি কন্টেন্ট হামেশাই ভাইরাল হচ্ছে। এবারে ভাইরাল হল মোনালিসা (Monalisa) ও পবন সিং (Pawan Singh) এর একটি ভিডিও কন্টেন্ট, যেখানে পবন ও মোনালিসা ভরপুর রোম্যান্স করেছেন এবং দর্শকরা সেটি উপভোগ করছেন তাড়িয়ে তাড়িয়ে।

যত দিন যাচ্ছে, ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রি আগের চেয়ে অনেকগুণ শক্তিশালী হয়েছে এবং এখন লোকেরা ভোজপুরি অভিনেতা-অভিনেত্রীকে খুব ভালভাবে জানতে শুরু করেছে, এমনকি সোশ্যাল মিডিয়াতেও তাদের অনুসরণ করছে! একটা সময় ভোজপুরি ইন্ডাস্ট্রির অভিনেতা অভিনেত্রীদের খুবই কম মানুষ চিনত, কিন্তু, সোশ্যাল মিডিয়ার রমরমার জন্য এখন অনেকেই ওই ইন্ডাস্ট্রির অভিনেতাদের চেনেন, এবং তাদের কাজ দেখেন। শুধু দেখেন বললে ভুল হবে, রীতিমত ভাইরাল হচ্ছে ভোজপুরি কন্টেন্ট।

পবন সিং এবং মোনালিসার যেই গানটি ভাইরাল হয়েছে সেটির নাম – ‘দিয়া গুল কারা রানি’। এই ভিডিওতে ভোজপুরি তারকা পবন সিংকে মোনালিসার সঙ্গে বেডরুমে রোমান্স করতে দেখা যাচ্ছে। এই গানটি ‘পবন রাজা’ ছবির, এই গানে কণ্ঠ দিয়েছেন পবন সিং নিজেই। গানটির কথা লিখেছেন মনোজ।

ভোজপুরি ইন্ডাস্ট্রিতে পবন সিং যেমন জনপ্রিয়, তেমনই চরম জনপ্রিয় বঙ্গ তনয়া মোনালিসা। বাংলা, হিন্দি, ভোজপুরি তিনটি ইন্ডাস্ট্রিতে জমিয়ে কাজ করছেন তিনি। সোশ্যাল মিডিয়াতেও মোনালিসা ভীষণ অ্যাক্টিভ। মাঝে মধ্যেই তিনি তার গ্ল্যামারাস সেক্সি লুকের ছবি পোস্ট করেন। বিশেষত, পবন ও মোনালিসার এই গানে মোনালিসা তার হট ডান্স মুভ দিয়ে সবার হুঁশ উড়িয়ে দিয়েছেন! মাল্টি কালারের শর্ট নাইট ড্রেসে সাহসিকতার সব সীমা ছাড়িয়েছেন তিনি। এই দুজনের রোমান্টিক গানটি ইন্টারনেটে এখন ভাইরাল। চলুন দেখা যাক ভিডিওটি।