Bhojpuri Video: পবন সিং ও নম্রতা মাল্লার ‘লাল ঘাঘরা’ ইতিহাস সৃষ্টি করেছে, তারকা জুটির ভিডিও ভাইরাল

গ্ল্যামার ওয়ার্ল্ডের তারকারা মোটামুটি সব সময় তাদের ফ্যানেদের নজরেই থাকেন। প্রফেশনাল লাইফ ছাড়াও ব্যক্তিগত জীবনে কোন তারকা কেমন দিন কাটাচ্ছেন সেই সমস্ত খবর থাকে অনুরাগীদের কাছে। অবশ্য বর্তমানে সোশ্যাল মিডিয়ার…

Avatar

গ্ল্যামার ওয়ার্ল্ডের তারকারা মোটামুটি সব সময় তাদের ফ্যানেদের নজরেই থাকেন। প্রফেশনাল লাইফ ছাড়াও ব্যক্তিগত জীবনে কোন তারকা কেমন দিন কাটাচ্ছেন সেই সমস্ত খবর থাকে অনুরাগীদের কাছে। অবশ্য বর্তমানে সোশ্যাল মিডিয়ার দুনিয়াতে তারকারাও তাদের দৈনন্দিন জীবনযাপন ও কর্মকাণ্ডের ছবি বা ভিডিও বিভিন্ন সামাজিক মাধ্যম যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম ইত্যাদি জায়গায় পোস্ট করে থাকেন। জনপ্রিয় ভোজপুরি অভিনেত্রী নম্রতা মাল্লা সোশ্যাল মিডিয়াতে ব্যাপক সক্রিয় থাকেন এবং মাঝে মাঝে লাস্যময়ী পোজে ফটোশুট বা ভিডিও করে ইনস্টাগ্রামে পোস্ট করেন।

জানিয়ে রাখা ভাল, আজকালকার দিনে বলিউডের পাশাপাশি ভোজপুরি তারকারাও দর্শকদের মধ্যে পরিচিত হচ্ছেন। এই ভোজপুরি ইন্ডাস্ট্রির এক অন্যতম জনপ্রিয় অভিনেত্রী হলেন নম্রতা মাল্লা। বিভিন্ন সিনেমাতে তিনি সাহসী দৃশ্যে অভিনয় করে সকলের মন জয় করে নিয়েছেন। অভিনেত্রীর পাশাপাশি নম্রতা একজন নৃত্যশিল্পীও বটে। তাইতো তিনি মাঝে মাঝেই তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে বিভিন্ন নাচের ভিডিও পোস্ট করে থাকেন। বেশিরভাগ পোস্ট দেখে লজ্জায় পরে যেতে পারেন আপনিও। খোলামেলা পোশাকে হটবোম্ব অভিনেত্রীকে দেখলে রাতের ঘুম উড়ে যাবে আপনারও।

সম্প্রতি নম্রতা মাল্লার একটি পুরনো ভোজপুরি ভিডিও ব্যাপক ভাইরাল হচ্ছে। গানটির নাম, ‘লাল ঘাগড়া’। এই ভোজপুরি মিউজিক ভিডিওতে অভিনেত্রীর সাথে রয়েছেন পবন সিং। এই ভিডিওটি বর্তমানে ১০০ মিলিয়নের গন্ডি স্পর্শ করেছে। ভিডিওটি এখন ইন্টারনেট দুনিয়াতে চর্চায় রয়েছে। পবন সিংয়ের ‘লাল ঘাঘরা’ সেপ্টেম্বরে মুক্তি পেয়েছিল। এই গানটি প্রকাশের সাথে সাথেই এটি সোশ্যাল মিডিয়া সেনসেশন হয়ে ওঠে।

 

View this post on Instagram

 

A post shared by Pawan Singh (@singhpawan999)