মাত্র কয়েক দিনের মধ্যেই ভোজপুরি সঙ্গীতপ্রেমীদের হৃদয় দখল করে নিয়েছে এক নতুন গান। জনপ্রিয় নায়ক পবন সিং এবং অভিনেত্রী কাজল রাঘওয়ানি অভিনীত রোমান্টিক গান “ক্যাসে মে সেজিয়া পে ঘুংটা উথাউঙ্গি” ইউটিউবে ঝড় তুলেছে। মুক্তির পর অল্প সময়ের মধ্যেই গানটির ভিডিও লক্ষ লক্ষবার দেখা হয়েছে এবং ইতিমধ্যেই এটি ভক্তদের কাছে বিশেষ জনপ্রিয়তা অর্জন করেছে। গানটি সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ভোজপুরি ছবি ‘ম্যায় উনকো সাজান চুন লিয়া’-এর অন্তর্ভুক্ত। ছবিটি বক্স অফিসে সাফল্য অর্জন করেছে, আর সেই সাফল্যের বড় অংশীদার হয়ে উঠেছে এই গান। পবন সিং ও কাজল রাঘওয়ানির পর্দার রসায়ন দর্শকদের মুগ্ধ করেছে। রোমান্সে ভরা ভিডিওটি একদিকে যেমন আবেগী, অন্যদিকে মনোরঞ্জনমূলকও।
গানটির লিরিক্স লিখেছেন বিনয় নির্মল এবং সুর করেছেন জনপ্রিয় সঙ্গীত পরিচালক ছোট বাবা। মিষ্টি সুরেলা কণ্ঠে গানটি গেয়েছেন পবন সিং ও ইন্দু সোনালি। তাঁদের কণ্ঠে গানটির আবেগ ও উচ্ছ্বাস আরও স্পষ্ট হয়েছে। সহজ অথচ মনকাড়া সুর ভক্তদের মন জয় করছে দ্রুত। গানটির ভিডিওতে দেখা যায়, পবন সিং মজার ছলে কাজল রাঘওয়ানিকে প্রশ্ন করছেন, “ক্যাসে মে সেজিয়া পে ঘুংটা উথাউঙ্গি?”। কাজল রাঘওয়ানির লাজুক হাসি ও মিষ্টি প্রতিক্রিয়া মুহূর্তেই দর্শকদের মন ভরিয়ে দেয়। এরপর দু’জনের নাচ ও রোমান্স গানে এক বিশেষ মাত্রা যোগ করেছে।
ইউটিউবে ভাইরাল হিট
বর্তমানে ইউটিউবের ভোজপুরি দুনিয়ায় এই গান আলোচনার কেন্দ্রবিন্দুতে। মুক্তির পর থেকেই লাইক, কমেন্ট ও শেয়ারের বন্যা বইছে। অনেকেই বলছেন, গানটির সুর, অভিনয় এবং ভিডিওর উপস্থাপনা ভোজপুরি গানের মান আরও উঁচুতে নিয়ে গিয়েছে। যাঁরা ভোজপুরি সঙ্গীত ভালোবাসেন, তাঁদের কাছে এই গান ইতিমধ্যেই ‘মাস্ট ওয়াচ’। গানটির আবেগময় কথা, সুর এবং পবন সিং–কাজল রাঘওয়ানির রসায়ন এটিকে একটি অবিস্মরণীয় সৃষ্টি করে তুলেছে। বিশেষ করে যাঁরা পবন সিং-এর গান পছন্দ করেন, তাঁদের জন্য এই গান একবার শোনা প্রয়োজনীয় হয়ে দাঁড়িয়েছে।