অফবিট

সস্তায় মানুষ খেকো মাছ খাচ্ছেন না তো? আজই সাবধান হোন

Advertisement

বর্তমানে বাজারে একধরনের মাছ খুবই জনপ্রিয় যাকে রূপচাঁদ বা চাঁদা মাছ বলে ডাকা হয়।এর দাম অনেকটা সস্তা হওয়ায় মানুষ এটিকে খুবই পছন্দ করছেন।তবে এই মাছের ইতিহাস মোটেই সন্তোষজনক নয় কারণ এরা মানুষখেকো পিরানহা প্রজাতির মাছ।আমরা সবাই জানি যে পিরানহা মাছ যেখানে থাকে সেখানে যদি কেউ নামে তাহলে একটা মানুষকে আত্মসাৎ করতে ওই মাছের মাত্র ১৫ মিনিট সময় লাগে।

অনেক মৎস্যচাষীরা এটিকে চাষ করে থাকেন পুকুরে এবং ধরার সময় তীব্র বিষ প্রয়োগ করে এই মাছকে জল থেকে তোলেন।এই মাছ চেনার সহজ উপায় হল এদের সামনের দাঁত হুবহু মানুষের মতো।অনেকেই জানেন না এই মাছ খেলে ফুসফুসের ক্যান্সার, ব্রেন ক্যান্সার এবং স্ট্রোকের মতো মারণরোগের শিকার হতে পারে মানুষ।

আরও পড়ুন : রংবেরঙের ছবিতে সেজে উঠেছে লোকাল ট্রেনের কামরা

সাধারণ মানুষকে বোকা বানিয়ে এই মাছের ব্যবসা রমরমিয়ে চালাচ্ছেন কিছু মৎসজীবী।এটি বিক্রি পুরোপুরি বেআইনি, তাই কোনো ব্যবসায়ীকে এই মাছ বিক্রি করতে দেখলে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

Related Articles

Back to top button