শুক্রবার নবান্নে সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করোনা নিয়ে অনেক বার্তা দিলেন সাথেই করোনার বর্তমান পরিস্থিতি নিয়েও জানালেন। বর্তমানে রাজ্যে করোনায় আক্রান্তের সংখ্যা ৩৮ জন, আজ ৯ জন সুস্থ হয়ে গিয়েছেন। বেলেঘাটা আইডি হাসপাতালের সব রোগী ভাল আছে বলে জানান তিনি। সরকারি কোয়ারেন্টিনে এখন আছে ১৮৯২ জন,ছাড়া হয়েছে ৩২১৮ জনকে। হোম কোয়ারেন্টিনে আছেন ৫২ হাজার মানুষ । চিকিৎসায় সাড়া দিচ্ছেন করোনা আক্রান্তরা, তাই আগে থেকেই ভয় পেয়ে হাসপাতালে চিকিৎসা করাবো না এমন ভাববেন না। রাজ্যের ৫৯টি হাসপাতালে হচ্ছে করোনার চিকিৎসা।
মুখ্যমন্ত্রী এদিন কি কি বলেছেন, একনজরে দেখে নিন –
১) মুখ্যমন্ত্রী এদিন জানালেন করোনা নিয়ে অযথা আতঙ্কিত না হওয়ার কিছু নেই তবে সতর্কতা অবলম্বন করা জরুরি।
২) কিছু মানুষ গুজব রটাবেই, তাতে কান দিলে চলবে না। মানুষ যেন জমায়েত না করে সেই দিকে নজর রাখতে হবে।
৩) অনেক জায়গায় রেশন পেতে একটু দেরি হচ্ছে কিন্তু সেজন্য বিচলিত হলে চলবে না। রেশন দোকানে দূরত্ব বজায় রেখে দাড়াতে হবে।
৪) মানুষের মানবিকতা প্রকাশ করতে হবে। অযথা বাইরে না গিয়ে ঘরে থাকার পরামর্শ দেন তিনি। লড়াই এর আগেও এসেছে, এটাকেও একটা বড় লড়াই ভেবে এগিয়ে যেতে হবে।
৫) এদিন তিনি বলেন প্রতিমূহূর্তে অন্য রাজ্যের সঙ্গে যোগাযোগ রাখছেন তিনি, কোথাও কোনো মানুষ খাবার না পেলে সমস্যায় পড়লে তা দেখা হচ্ছে। করোনার জেরে আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে সব দেশ, বাকি রাজ্যে অনেকেই পুরো বেতন পায়নি কিন্তু পশ্চিমবঙ্গে সকলকেই দেওয়া হয়েছে পুরো বেতন।
৬) পর্যাপ্ত পরিমাণে মাস্কের অর্ডার থেকে থার্মাল গান ২০ হাজার অর্ডার দেওয়া হয়েছে।
৭)বাংলা যা করে দেখিয়েছে, তা দেখে অনেকেই বাংলার পথ অনুসরণ করবে।