Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

দাম কমবে পেট্রোল এবং ডিজেলের, আশায় বুক বাঁধছে সাধারন মানুষ

বেশ কিছুদিন ধরে লাগাতার বৃদ্ধি পাচ্ছিল পেট্রোল এবং ডিজেলের মূল্য। তবে, অতি সম্প্রতি আন্তর্জাতিক বাজারে বর্তমানে অপরিশোধিত তেলের দাম বেশ কিছুটা কমে গিয়েছে। বর্তমানে এই তেলের দাম ৬৫ ডলারের নিচে…

Avatar

By

বেশ কিছুদিন ধরে লাগাতার বৃদ্ধি পাচ্ছিল পেট্রোল এবং ডিজেলের মূল্য। তবে, অতি সম্প্রতি আন্তর্জাতিক বাজারে বর্তমানে অপরিশোধিত তেলের দাম বেশ কিছুটা কমে গিয়েছে। বর্তমানে এই তেলের দাম ৬৫ ডলারের নিচে চলে গিয়েছে প্রতি ব্যারেল পিছু। সেই ক্ষেত্রে, এবারে দেশের বাজারে পেট্রোল এবং ডিজেলের দাম বেশ কিছুটা সস্তা হতে পারে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল।

প্রতিদিন সকালে পেট্রোল এবং ডিজেলের দাম বদলে যায়। সরকারি তেল সংস্থাগুলি এই দাম অদলবদল করে এবং পেট্রোল এবং ডিজেলের দাম এর উপরে এক্সাইজ ডিউটি, ডিলার কমিশন এবং অন্যান্য চার্জ যুক্ত করা হয়।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

বুধবার দিল্লিতে পেট্রোলের দাম ছিল প্রতি লিটারে ৯০.৫৬ টাকা। পাশাপাশি ডিজেলের দাম ছিল ৮০.৮৭ টাকা। ফেব্রুয়ারি মাসে পেট্রোল এবং ডিজেলের দাম বেশ কিছুটা উঠে গিয়েছিল এবং এর ফলে পেট্রোল এবং ডিজেল দু’টি অত্যন্ত দামী হয়ে যায়। অন্যদিকে মার্চ মাসে পেট্রোল এবং ডিজেলের দাম বেশ কিছুটা কমে গিয়েছিল। যার ফলে বিশেষজ্ঞ মহলের ধারণা এবারে কিছুটা হলেও পেট্রোলের দাম কমবে। কলকাতায় বর্তমানে পেট্রোলের লিটার প্রতি দাম ৯০.৭৭ টাকা এবং ডিজেলের দাম ৮৩.৭৫ টাকা।

About Author