বিশ্ববাজারে তেলের দামের ওঠানামার সঙ্গে রোজই বদলে যাচ্ছে ঘরোয়া বাজারে তেলের দাম। বিশ্ব বাজারে তেলের দাম পড়ছে। যার প্রভাব পড়ল ভারতেও। ভারতে আবারও দাম কমল পেট্রল ও ডিজেলের।
কলকাতায় লিটার প্রতি পেট্রোল-ডিজেল আরও সস্তা হয়েছে ৷ লিটার প্রতি পেট্রোল ১১ পয়সা ও ডিজেল ১৫ পয়সা করে সস্তা হয়েছে ৷ শুধু কলকাতা নয় কলকাতার পাশাপাশি দিল্লি, মুম্বই, চেন্নাইতে পেট্রোলের দাম নিম্নমুখী। দিল্লি ও মুম্বইতে লিটার পিছু ১২ পয়সা দাম কমেছে পেট্রলের। দিল্লিতে প্রতি লিটার পিছু ১৫ পয়সা দাম কমেছে ডিজেলের। ১৬ পয়সা করে দেশের মেট্রো সিটিতেই প্রতি লিটারে দাম কমেছে।
দেওয়ালির আগে পেট্রোল-ডিজেলের দাম কমায় কিছুটা স্বস্তিতে মধ্যবিত্ত ৷ পেট্রোল- ডিজেলের দাম কমার পর কলকাতা, দিল্লি, চেন্নাই ও মুম্বাইয়ে লিটার প্রতি পেট্রোল-ডিজেলের দাম যথাক্রমে ৭৬.০৬ ও ৬৮.৯৬ টাকা, ৭৩.৪২ ও ৬৬.৬০ টাকা, ৭৬.২৫ ও ৭০.৩৫ টাকা এবং ৭৯.০৩ টাকা ও ৬৯.৮১ টাকা।