ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

পেট্রোল বিক্রিতে আমূল পরিবর্তন, এবারে এক ধাক্কায় পেট্রোলের দাম হবে অর্ধেক

খুব শীঘ্রই বড় প্রকল্প নিয়ে আসতে চলেছে কেন্দ্রীয় সরকার

Advertisement

দেশের সমস্ত বাছাই করা পেট্রোল পাম্প আগামী বছর থেকে প্রায় ২০% ইথানল মিশ্রিত পেট্রোল বিক্রি করতে শুরু করতে চলেছে বলে আজ একটি প্রেস বিবৃতিতে জানিয়েছেন ভারতের পেট্রোলিয়াম মন্ত্রী হারদীপ সিং পুরি। এর ফলে পেট্রোলের দাম কমবে বলে আশা করেছেন তিনি। তিনি আরো জানিয়েছেন, ২০২৫ সাল নাগাদ শুধুমাত্র কুড়ি শতাংশ ইথানল মিশ্রিত পেট্রোল বিক্রি হবে। এর ফলে অশোধিত তেল আমদানির ক্ষেত্রে বার্ষিক চার বিলিয়ন ডলার সাশ্রয় করা সম্ভব হবে। এতে দেশে খুচরা পেট্রোলের দাম কমার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন পেট্রোলিয়াম মন্ত্রী।

একটি মিডিয়া রিপোর্ট অনুযায়ী, পেট্রোলিয়াম মন্ত্রী বলছেন, পেট্রলে ১০% ইথানল মিশ্রণের লক্ষ্য ইতিমধ্যেই পূরণ করা সম্ভব হয়েছে। ২০২২ সালের নভেম্বরের মধ্যে এই কাজ সম্পন্নের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছিল সরকারের দ্বারা। তবে নির্ধারিত সময়ের পাঁচ মাস আগে জুন মাসে এই কাজ শেষ করা হয়েছে ভারত সরকারের দ্বারা।

পেট্রোলিয়াম মন্ত্রী বলছেন, পেট্রলে ১০% ইথানল মিশ্রিত করে ৪১,৫০০ কোটি টাকার বেশি বৈদেশিক মুদ্রা সাশ্রয় করা সম্ভব হয়েছে। সেই সঙ্গে গ্রীন হাউজ গ্যাসের নির্গমন কমানো হয়েছে ২৭ লক্ষ মেট্রিক টন। এতে একদিকে যেমন লাভবান হয়েছে ভারত সরকার সেই একইভাবে লাভবান হয়েছেন কৃষকরা। কৃষকদের ৪০ হাজার ৬০০ কোটি টাকা দেওয়া হয়েছে এই ইথানল বাবদ।

উল্লেখযোগ্যভাবে, সারা বিশ্বে এই মুহূর্তে বিভিন্ন কাজে ব্যাপকভাবে ইথানল ব্যবহার করা হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে শুরু করে ব্রাজিল, ইউরোপীয় ইউনিয়ন এবং চীনের পরে ভারত বিশ্বের পঞ্চম বৃহত্তম ইথানল উৎপাদক দেশ। এই আবহে পেট্রোলের সঙ্গে যদি কুড়ি শতাংশ ইথানোর মেশানো হয় তাহলে প্রতিবছরে চার বিলিয়ন ডলার পর্যন্ত বৈদেশিক মুদ্রা সাশ্রয় করা সম্ভব হবে বলে দাবি করেছে কেন্দ্রীয় সরকার।

Related Articles

Back to top button