গ্যাসের পর ফের ধাক্কা জ্বালানি তেলে! সেঞ্চুরি-র দোরগোড়ায় পেট্রোল
ফের দাম বৃদ্ধি জ্বালানি তেলের, সাথে বৃদ্ধি পেল রান্নার গ্যাসের দামও
তেলের দরে রক্ষা নেই। দোসর রান্নার গ্যাস। রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির একদিনের মধ্যে ফের বড়সড় ধাক্কা জ্বালানি গ্যাসে। একদিনে লিটারপ্রতি পেট্রলের দাম বাড়ল ৪০ টাকা। ফলে প্রথমবার শহর কলকাতায়। আজ ৯৯ টাকা ছাড়িয়ে ‘সেঞ্চুরি’র দোরগোড়ায় পৌঁছে গেল পেট্রলের দর।
এমনিতেই বেলাগাম তেলের দরে বাজারে খাদ্যপণ্য এবং অন্যান্য জিনিসপত্র এখন আগুন। গৃহস্থের সংসার খরচ বাড়িয়ে বৃহস্পতিবার, জুলাইয়ের প্রথম দিনে ২৫.৫০ টাকা দামি হয়েছে ১৪.২ কেজির গ্যাস সিলিন্ডার। ফলে কলকাতায় গ্রাহকদের তা কিনতে হবে ৮৬১ টাকা খরচ করে। আজ আইওসি-র পাম্পে এক লিটার হয়েছে ৯৯.০৪ টাকা। এ দিন অবশ্য ডিজেলের দাম একই আছে, ৯২.০৩ টাকা। এই নিয়ে ডিসেম্বর থেকে মোট ২৫০.৫০ টাকা বাড়ল রান্নার গ্যাস। আর ওই সময় থেকে পেট্রল ও ডিজেল দামি হল যথাক্রমে ১৫.১৭ এবং ১৬.০৪ টাকা।
হোটেল-রেস্তরাঁয় রান্নার ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দামও এ দিন ৮৪.৫০ টাকা বেড়ে হয়েছে ১৬২৯ টাকা। করোনা সঙ্কটের মধ্যেই নিত্য প্রয়োজনীয় জ্বালানির এমন বিপুল দর বৃদ্ধি নিয়ে এ দিন মোদী সরকারকে বিঁধেছেন কংগ্রেস, সিপিএম-সহ বিরোধী দলের নেতারা।
তবে অভিযোগ, কোনও সমালোচনাকেই কার্যত আমল দিচ্ছে না সরকার। সংশ্লিষ্ট মহলের দাবি, আরও বড় সমস্যা ‘চুপচাপ’ ভর্তুকিতে কোপ। খেয়াল করে দেখবেন, গত বছর এপ্রিলে কলকাতার গ্রাহক সিলিন্ডার পিছু ১৮৯.৫৭ টাকা ভর্তুকি পেলেও মে মাসে তা ‘উধাও’ হয়। তার পর থেকে ভর্তুকি জমা পড়ছে প্রতি সিলিন্ডার মাত্র ১৯.৫৭ টাকা। অনেক জায়গায় সেটুকুও অমিল। অবিলম্বে এলপিজি-র বর্ধিত দর প্রত্যাহারের দাবি তুলে সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির অভিযোগ, ‘‘আমজনতার জীবনের উপর মোদী সরকারের অপরাধমূলক আক্রমণের কোনও সীমা নেই।’’