Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

শীঘ্রই অশোকনগরে পা রাখতে চলেছেন পেট্রোলিয়াম মন্ত্রী

Updated :  Saturday, November 21, 2020 4:30 PM

উত্তর ২৪ পরগনা: গত দু’বছর আগে পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস পাওয়া গিয়েছিল অশোকনগরের মাটির নিচে। এমন নজিরবিহীন ঘটনা ওএমজিসি আবিষ্কার করে। আর দু’বছর পর এই বিষয়ে প্রকল্প তৈরি হচ্ছে অশোকনগরে। সেই কাজ খতিয়ে দেখার জন্য রাজ্যে কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের আসার কথা রয়েছে।

রাজ্যে এসে অশোকনগরে বিস্তারিতভাবে এই বিষয়টি জানতে চান ধর্মেন্দ্র। জানা গিয়েছে, অশোকনগর থেকে উৎপাদিত তেল ইতিমধ্যেই হলদিয়ার শোধনাগারে পাঠিয়েছে চূড়ান্ত ফলাফল জানতে। এখনও বেশ কিছুটা সময় লাগবে বলে মনে করা হচ্ছে।

আশা করা যাচ্ছে, বাণিজ্যিকভাবে চলতি বছরের শেষের দিক থেকেই এখানে সমস্ত কাজ সুষ্ঠুভাবে শুরু হয়ে যাবে। অশোকনগরে উৎস স্থল খুঁজে পাওয়ার ফলে স্থানীয় বাসিন্দাদের একটি নির্দিষ্ট কর্মসংস্থান হবে বলেও মনে করছে স্থানীয় এলাকার মানুষজন। তবে এই মুহূর্তে করোনা পরিস্থিতিতে যেভাবে ভারতের আর্থিক অবস্থা মন্দা, তাতে পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের এ রাজ্যে আসাটা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক মহল।