Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

পিএফ, পেনশনের টাকা নিয়ে অনিশ্চয়তায় সাধারণ মানুষ

সাধারণ মানুষের প্রভিডেন্ট ফান্ড এবং পেনশনের টাকা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে, কারণ পেনশন ও প্রভিডেন্ট ফান্ডের টাকা ঋণে ডুবে থাকা সংস্থায় খাটানো হয়েছে,যার ফলে প্রায় ১৪ লক্ষ চাকুরিজীবী বঞ্চিত হতে…

Avatar

সাধারণ মানুষের প্রভিডেন্ট ফান্ড এবং পেনশনের টাকা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে, কারণ পেনশন ও প্রভিডেন্ট ফান্ডের টাকা ঋণে ডুবে থাকা সংস্থায় খাটানো হয়েছে,যার ফলে প্রায় ১৪ লক্ষ চাকুরিজীবী বঞ্চিত হতে পারেন পিএফ এবং পেনশনের অর্থ থেকে। আর তাই এ বার ন্যাশনাল কোম্পানি ল অ্যাপিলেট ট্রাইবুনালের হস্তক্ষেপের আর্জি জানিয়ে পিটিশন ফাইল করেছে একাধিক সংস্থা। মধ্যবিত্ত চাকুরিজীবীর পেনশন ও প্রভিডেন্ট ফান্ডের টাকা যে সংস্থাকে ধার হিসেবে দেওয়া হয়েছে সেই ইনফ্রাস্ট্রাকচার লিজিং অ্যান্ড ফাইনান্সিয়াল সার্ভিসেস (আইএলঅ্যান্ডএফএস) সংস্থাটির বর্তমান বাজারে মোট দেনার পরিমাণ প্রায় ৯১ হাজার কোটি টাকা।

আর ঋণে ডুবে থাকা সংস্থার থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কায় ভয়ে রয়েছেন সরকারি ও বেসরকারি সংস্থার সেই সব কর্মীরা যাদের প্রভিডেন্ট ফান্ড-পেনশনের টাকা বিনিয়োগ করা হয়েছে ঋণ, বন্ড বা ডিবেঞ্চারের মাধ্যমে। ওই সব সংস্থার অবসরকালীন পাওনা অর্থ পাওয়া যাবে কি না, কতটা পাওয়া যেতে পারে তা নিয়ে ধোঁয়াশায় বহু মানুষ।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আরও পড়ুন : LIC শেয়ার বাজারে ৬-৭% বেচেই কেন্দ্র পাবে ৯০০০০ কোটি টাকা

অনিশ্চয়তা কাটাতে পিটিশন দাখিল করেছে সরকারি ও বেসরকারি মোট দশটি সংস্থা। যে সকল সরকারি সংস্থা পিটিশন দাখিল করেছে সেগুলি হল এমএমটিসি, ইন্ডিয়ান অয়েল, সিডকো, হাডকো, আইডিবিআই, এসবিআই এবং গুজরাত ও হিমাচল প্রদেশ ইলেক্ট্রিসিটি ইত্যাদি এবং বেসরকারি ক্ষেত্রে এখনো পর্যন্ত মামলায় অংশ নিয়েছে হিন্দুস্থান ইউনিলিভার এবং এশিয়ান পেইন্টস। তবে আর্জির শেষ সময়সীমা রয়েছে ১২ই মার্চ হওয়ায় ওই পিটিশনে আরও অনেক সংস্থাই যুক্ত হতে পারে। আইএলঅ্যান্ডএফএস-এর মুখপাত্র শরদ গোয়েলের সঙ্গে এ ব্যাপারে জানতে চাওয়া হলেও তিনি কোনও মন্তব্য না করে এড়িয়ে গেছেন।

About Author