Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

ফোনপে ইউজারদের জন্য আনলো নতুন ফিচার্স

জনপ্রিয় upi পেমেন্ট অ্যাপ ফোন পে তাদের ইউজারদের জন্য নতুন ফিচার্স আনলো। এবার থেকে ফোন পে অ্যাপেই কাউকে টাকার রিকোয়েস্ট করার জন্য চ্যাট অপশন দিলো তারা। অর্থাৎ ফোন পে ইউজাররা…

Avatar

জনপ্রিয় upi পেমেন্ট অ্যাপ ফোন পে তাদের ইউজারদের জন্য নতুন ফিচার্স আনলো। এবার থেকে ফোন পে অ্যাপেই কাউকে টাকার রিকোয়েস্ট করার জন্য চ্যাট অপশন দিলো তারা। অর্থাৎ ফোন পে ইউজাররা এখন থেকে অন্য কোনও মেসেজিং অ্যাপ ছাড়াই ফোন পে’তেই টাকার অনুরোধ করতে পারেন বা টাকার যাওয়ার বিষয়ে নিশ্চিত নিশ্চিত হতে পারবেন।

নতুন এই ফিচার্সের নাম ‘ফোনপে চ্যাট’। ফোন পে-এর সিইও এবং সিটিও রাহুল চারি বলেছেন, ‘নতুন এই ব্যবস্থায় ইউজাররা পেমেন্ট করার সময় অন্য কোনো মেসেজিং অ্যাপ ছাড়াই ফোন পে-তেই মেসেজ করে টাকার ব্যাপারে নিশ্চিত হয়ে যেতে পারবেন।’

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আরও পড়ুন : WhatsApp নিয়ে এলো নতুন ফিচার, এইভাবে গোপন রাখুন আপনার পার্সোনাল চ্যাট

রাহুল চারি আরও বলেছেন, ‘আগামী কিছুদিনের মধ্যে ফোন পে চ্যাটে আমরা গ্রূপ চ্যাটের অপশন আনবো, যাতে ইউজাররা একই সাথে বন্ধুদের থেকে বা ফ্যামিলি থেকে সহজেই টাকা নিতে পারেন বা দিতে পারেন।’ প্রসঙ্গত এই ব্যবস্থাটি এতদিন গুগল পে-তে উপলব্ধ ছিল। এখন থেকে ফোন পে ইউজাররাও এই সুবিধা পাবেন।

About Author