কৃষকদের আর্থিকভাবে সমৃদ্ধ করার জন্য কেন্দ্র সরকারের পক্ষ থেকে একাধিক প্রকল্প চালানো হচ্ছ। পিএম কিষান কল্যাণ যোজনা হোক বা পেনশন স্কিম, এই সবই কৃষকদের জীবনে নিয়ে এসেছে আশার আলো। এদিকে একটি খবর ক্রমশ মানুষের মধ্যে আলোচনার বিষয় হয়ে উঠছে। কৃষকদের ট্রাক্টর কেনার ভর্তুকি দাবি করা হচ্ছে।
খবরে বলা হয়েছে, কৃষি মন্ত্রক পিএম কিষান ট্র্যাক্টর স্কিমের আওতায় কৃষকদের ভর্তুকি দিচ্ছে, তবে এতে কতটা সত্যতা রয়েছে তা জানতে পুরো প্রতিবেদনটি মনোযোগ সহকারে পড়তে হবে। এই খবরটি দ্রুত আলোচিত হতে দেখে পিআইবি ঘটনার সত্যতা নির্ধারণ করেছে। বলা বাহুল্য পরীক্ষার ফল সবাইকে বিস্মিত করেছে। সরকার কি সত্যিই কৃষকদের ভর্তুকি সুবিধা দিচ্ছে? সে ব্যাপারে বিস্তারিত আলোচনা করা হয়েছে এই প্রতিবেদনে।
A #fake website is claiming to provide tractor subsidies to farmers under the Ministry of Agriculture’s ‘𝐏𝐌 𝐊𝐢𝐬𝐚𝐧 𝐓𝐫𝐚𝐜𝐭𝐨𝐫 𝐘𝐨𝐣𝐚𝐧𝐚’#PIBFactCheck
▶️This website is fraudulent and should not be trusted
▶️@AgriGoI is not running any such scheme. pic.twitter.com/W8NClXHHcT
— PIB Fact Check (@PIBFactCheck) September 22, 2023
পিআইবি এই খবরের উপর একটি ফ্যাক্টর চেক করেছে, যার অফিসিয়াল টুইটে বলা হয়েছে যে একটি ভুয়ো ওয়েবসাইট থেকে এই ধরণের দাবি করা হয়েছে । ওয়েব সাইটে দাবি করা হয়েছে যে কেন্দ্র সরকার কৃষকদের ট্র্যাক্টর কেনার জন্য ভর্তুকির সুবিধা দিচ্ছে। একই সঙ্গে পিএম কিষান ট্র্যাক্টর স্কিমের আওতায় ভর্তুকি দেওয়ার কাজ করছে কৃষি মন্ত্রক, এমনটাও দাবি করা হয়েছিল।
এই তথ্যের ওপর পিআইবি ফ্যাক্ট চেক অনুসারে, ওয়েবসাইটটি ভুয়ো বলে প্রমাণিত হয়েছিল। সরকার এ ধরনের কোনো প্রকল্প পরিচালনা করছে না।
কেন্দ্র সরকারের তরফ থেকে জনসাধারণের উদ্দেশ্যে জানানো হয়েছে, কোনও ধরনের ভুয়ো মেসেজ শেয়ার করবেন না। এর পাশাপাশি সরকারের সঙ্গে সম্পর্কিত কোনও প্রকল্প সম্পর্কে তথ্য পেতে হলে সরাসরি সরকারি ওয়েব সাইট থেকে জেনে নিতে পরবেন। এর পাশাপাশি প্রশাসনিক কর্তাদের কাছ থেকেও সত্যি মিথ্যা জেনে নিতে পারবেন।