শতাধিক যাত্রী-সহ ভেঙে পড়ল বিমান

কাজাখস্তানের বহু মানুষ বিচ্ছিন্ন হয়ে গেল আপনজনের থেকে। কাজাখস্তানে বিমান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ১৪ জন। বিমানটি একটি দোতলা বাড়ির উপরে ভেঙে পড়ে। ভয়াবহ এই দুর্ঘটনা ঘটে বেক এয়ার সংস্থার একটি বিমানে। বিমানটির আকৃতি মাঝারি ছিল এবং প্রায় শতাধিক যাত্রী উপস্থিত ছিল বিমানে। যার মধ্যে ১৪ জনের প্রাণনাশ হয়েছে এবং আহত হয়েছে বহু যাত্রী।

বেক এয়ার সংস্থার বিমানটি কাজাকিস্তানের রাজধানী নূর সুলতানে যাচ্ছিল, টেক অফের সময়ে ঘটে দুর্ঘটনাটি। অল্টিচিউড হারিয়ে একটি দোতলা বাড়িতে ধাক্কা মারে বিমানটি। ঘটনাস্থলে উদ্ধারকাজ চলছে, ধ্বংসস্তূপের মধ্যে এখনও কেউ আটকে আছে কি না তার খোঁজ চালাচ্ছে উদ্ধারকারীরা।