লকডাউনের ৪৯ দিনে ফের জাতির উদ্দেশে ভাষণ প্রধানমন্ত্রীর। আজ এই ভাষণে প্রথমেই তিনি বিশ্বের বর্তমান করোনা পরিস্থিতির পরিসংখ্যান তুলে ধরেন। দেশের যে সব মানুষের করোনাতে মৃত্যু হয়েছে তাদের পরিবারকে সমবেদনা জানিয়েছেন। একটা ভাইরাস দুনিয়াকে তছনছ করে দিচ্ছে। এরকম সংকট আগে দেখেনি মানবসভ্যতা। নিজেদের সংকল্প আরও দৃঢ় করতে হবে। এই করোনা সংকট থেকে মুক্ত হতে হবে।
প্রধানমন্ত্রী বলেছেন,’একবিংশ শতক ভারতের হবে। আমাদের বাঁচতে হবে, এগোতেও হবে। আমাদের সংকল্প আত্মনির্ভর ভারত। জটিল পরিস্থিতি ভারতকে পরিবর্তন করছে। ভারতের ওষুধ আশা জাগাচ্ছে।করোনার শুরুর দিকে ভারতে পিপিই, এন-৯৫ মাস্ক খুব সামান্য সংখ্যক তৈরী হত। এখন রোজ দু লক্ষ পিপিই, এন-৯৫ মাস্ক তৈরী হচ্ছে।’
ভারত দাঁড়িয়ে ৫ টি পিলারের ওপর। অর্থনীতি, ডেমোগ্রাফি, পরিকাঠামো, সিস্টেম ও চাহিদা এই ৫ টি পিলারের ওপর দাঁড়িয়ে আছে ভারত, এটাও বলেন মোদী। এর সাথে তিনি করোনা মোকাবিলায় ফের ২০ লক্ষ কোটি টাকার আর্থিক প্যাকেজ ঘোষণা প্রধানমন্ত্রীর। ভারতের জিডিপির প্রায় ১০% এই আর্থিক প্যাকেজ। ক্ষুদ্র ও কুটির,মাঝারি শিল্পের জন্য এই আর্থিক প্যাকেজ। জমি, শ্রম, নগদের জন্য আর্থিক প্যাকেজ। সংগঠিত ও অসংগঠিত মানুষের জন্য এই প্যাকেজ। আত্মনির্ভর ভারত অভিযানের জন্য আর্থিক প্যাকেজ ঘোষণা প্রধানমন্ত্রীর।