রবিবার রাত ৯ টায় মোমবাতি, দিয়া জ্বালিয়ে করোনা ভাইরাস অন্ধকারের বিরুদ্ধে লড়াইয়ের আহ্বান প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের জন্য লকডাউনের মধ্যে দেশব্যাপী সংহতি জানাতে রবিবার, ৫ এপ্রিল রাত ৯ টায় ঘরের আলো বন্ধ করে মোমবাতি, দিয়া ও মোবাইলের ফ্ল্যাশলাইট জ্বালানোর আহ্বান জানিয়েছেন দেশবাসীর প্রতি। কেউ একা নন একথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘৫ এপ্রিল, রবিবার রাত ৯ টায়, দয়া করে আপনার বাড়ির সমস্ত আলো বন্ধ করে মোমবাতি, দিয়া বা মোবাইলের ফ্ল্যাশলাইট হাতে নিয়ে ৯ মিনিটের জন্য বারান্দায় দাঁড়ান।’
একইসঙ্গে তিনি ভিড় না করারও অনুরোধ জানান। বলেন, ”আপনাদের সবার কাছে আমার আরও একটি অনুরোধ, এই সময় কেউ কোথাও জড়ো হবেন না। প্রত্যেকে কেবল তাদের দরজা, জানালা বা বারান্দায় একটি প্রদীপ জ্বালিয়ে দেবে। সামাজিক দূরত্বের লক্ষ্মণ রেখা (সীমানা) অনুসরণ করতে হবে।’ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আরও যোগ করেন, ‘লকডাউন চলাকালীন আমরা কেউ একা নই। ১৩০ কোটি ভারতীয়দের সম্মিলিত শক্তি প্রতিটি নাগরিকের সাথে রয়েছে।’
‘আমাদের সবাইকে এই অন্ধকারের মধ্য দিয়ে যেতে হচ্ছে। তবে এই সময় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হচ্ছেন হতদরিদ্র ও প্রান্তিক মানুষরা। এই অন্ধকারকে কাটিয়ে উঠতে আমাদের সকলকে অবশ্যই আলো ছড়িয়ে দিতে হবে। ঐক্যবদ্ধ হয়ে করোনা ভাইরাসের এই অন্ধকারকে আলোয় পরিবর্তন করতে হবে। আমরা সবাই সেই আলো ছড়িয়ে দেব।’ করোনা ভাইরাস মহামারী ভারতে গুরুতর উদ্বেগের কারণ হয়ে ওঠার পর প্রধানমন্ত্রী তৃতীয়বারের জন্য এদিন জাতির উদ্দেশ্যে ভাষণ রাখলেন।