‘নারী শক্তি’কে সালাম, মোদীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট সাত নারীর হাতে

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা জানিয়েছেন। পূর্বের কথা মতো তিনি আজ তার সমস্ত সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলি সাত জন মহিলাকে উৎসর্গ করেছেন। নরেন্দ্র মোদী টুইটার-এ জানিয়েছেন, ‘প্রত্যেককে আন্তর্জার্তিক নারী দিবস এর শুভেচ্ছা। আমি আমাদের নারী শক্তির সাহসকে অভিবাদন জানাই। কয়েকদিন আগে আমি বলেছিলাম যে আমার সমস্ত সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলি সাত জন নারীকে উৎসর্গ করবো যারা তাদের জীবনের সাফল্যের কথা আপনাদের কাছে তুলে ধরবে”।

তিনি আরো বলেছেন যে আমাদের দেশে এরকম অনেক অসাধারণ মহিলা রয়েছেন, যারা বিভিন্ন ক্ষেত্রে অসাধারণ কাজ করেছেন। তাদের এই জীবন সংগ্রাম ও আকাঙ্খার কথা আপনাদেরকে উৎসাহিত করবে। তিনি সবাইকে একসাথে এই মহিলাদের কৃতিত্বের জন্য উৎসব করতে বলেছেন এবং তাদের থেকে কিছু জিনিস ও শিখতে বলেছেন।মোদির প্রথম টুইটকে উৎসর্গ করা হয় স্নেহা মোহ্যান্ডস -এর নামে। ফুড ব্যাঙ্ক ইন্ডিয়া-র প্রতিষ্ঠাতা। তিনি এই টুইটে তার জীবনের কথা শেয়ার করেছেন।

আরও পড়ুন : একই পরিবারের পাঁচজন, ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা ৩৯

মোদী সোশ্যাল মিডিয়াতে রাজনৈতিক নেতাদের মধ্যে খুবই জনপ্রিয়। প্রায় ৫৩ মিলিয়ন লোক তাকে টুইটারে ফলো করেন এবং প্রায় ৪৪ মিলিয়ন লোক তাকে ফেসবুকে ফলো করেন। মোদী নিজের আকাউন্ট উৎসর্গ করার পাশাপাশি #SheinspiresUs নামের একটা ক্যাম্পেন শুরু করেছেন। যেখানে মহিলারা তাদের জীবনের নানা কৃতিত্বের কথা সেয়ার করতে পারবেন। অর্চনা নামের এক বাস ড্রাইভার জেনিজে বাস চালিয়ে সংসার চালান। তিনি মোদির এই কাজে খুব খুশি হয়েছেন। তিনি বলেছেন যে এই কাজ অন্যান্য মেয়েদের জীবনে ভালো কাজের অনুপ্রেরণা যোগাবে। তিনি আরো বলেছেন যে মোদী জি মহিলাদের সুবিধার জন্য অনেক কিছু করেছেন।