সরকারে ক্ষমতায় আসার পর থেকেই মোদি সরকার ভারতের সাধারণ মানুষের জন্য নানারকম নতুন নতুন প্রকল্প নিয়ে এসেছে। কেন্দ্রীয় সরকারের এই সমস্ত উচ্চবিলাসী প্রকল্পের মধ্যে অন্যতম হলো প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা। এখনো পর্যন্ত এই প্রকল্পের ১৪তম কিস্তি কৃষকদের একাউন্টে না আসলেও অনেক মিডিয়া রিপোর্টে বলা হয়েছে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার জন্য অপেক্ষারত কৃষকরা জুলাই মাসের মাঝামাঝি পর্যন্ত টাকা পেয়ে যেতে পারেন। কিছু রিপোর্ট এর দাবি করা হয়েছে শীঘ্রই ভারত সরকারের এই প্রকল্পের টাকা রিলিজ করতে পারে সরকার। তবে কয়েকজন কৃষক এই প্রকল্পের অধীনে কিন্তু এই মাসে ২ হাজার টাকার পরিবর্তে ৪ হাজার টাকা পাবেন। চলুন সেই ব্যাপারেই আজ ভালোভাবে জেনে নেওয়া যাক।
প্রধানমন্ত্রীর এই প্রকল্পের অধীনে এখনো পর্যন্ত ১৩ টি কিস্তি দেওয়া হয়েছে টাকার। এখনো পর্যন্ত ১৪ তম কিস্তি কারোর ব্যাংক একাউন্টে আসেনি। এইবার বেশিরভাগ কৃষকের ব্যাংক একাউন্টে ২০০০ টাকার পরিবর্তে ৪০০০ টাকা আসতে চলেছে বলে জানিয়েছে ভারত সরকার। জানানো হয়েছে যে সমস্ত কৃষকরা ১৩ তম কিস্তির টাকা পাননি তাদেরকে দুটি কিস্তির টাকা একসাথে দেওয়া হবে। সেই কারণেই তারা একসাথে ৪ হাজার টাকা পাবেন বলে আশা করা হচ্ছে।
আপনি যদি এখনো পর্যন্ত এই প্রকল্পের জন্য যাচাই করনের প্রক্রিয়া শেষ না করেন, তাহলে এটাই আপনার শেষ সময়। আপনি যদি পিএম কিষান-এর অফিসিয়াল ওয়েবসাইটে যান তাহলে সেখানে গিয়ে আপনি নিজের নাম চেক করতে পারেন এবং আপনার স্ট্যাটাস চেক করতে পারেন। সেখানে যদি দেখেন যে আপনার অ্যাকাউন্ট এবং স্ট্যাটাস সবকিছু ঠিকঠাক রয়েছে তাহলে আপনি এই মাসে ২,০০০ টাকা পাবেন। অথবা যদি আপনি আগের কিস্তি না পেয়ে থাকেন তাহলে আপনি ৪,০০০ টাকা পেয়ে যাবেন। তবে যদি আপনার সেটিংস ঠিকঠাক না থাকে এবং আপনার যাচাই করনের প্রক্রিয়া সঠিকভাবে করা না থাকে তাহলে কিন্তু আপনার সমস্যা হতে পারে।
Donny and Marie Osmond rose to fame in 1976 with their hit variety show Donny…
Singer Troye Sivan has spoken out after a London-based cosmetic doctor posted a TikTok video…
Emily Brontë’s timeless 1847 novel Wuthering Heights is returning to the big screen in a…
Emma Bunton, famously known as Baby Spice, marked her 50th birthday with a heartfelt reunion…
Director Cathy Yan’s The Gallerist premiered at Sundance 2026, offering a sharp yet uneven satire…
In BBC’s hit reality series The Traitors, fashion has become more than just a style…