জল্পনার অবসান, নারী দিবসে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলি মহিলাদের জন্য উৎসর্গ করলেন মোদী
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই রবিবার নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলি বন্ধ করে দেওয়ার বিষয়ে ভেবেছিলেন বলে গতকাল রাতে টুইট করেন। মঙ্গলবার আবারও এমন একটি ট্যুইট করে তিনি জানান, যাদের জীবন এবং কর্ম আমাদেরকে অনুপ্রাণিত করে এমন মহিলাদের রবিবার নারী দিবস উপলক্ষ্যে তাঁর সামাজিক অ্যাকাউন্ট উৎসর্গ করবেন।
‘এ বারের নারী দিবসে আমি আমার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলি এমন মহিলাদেরকে উৎসর্গ করবো যাঁদের জীবন ও কর্ম আমাদের অনুপ্রাণিত করে। এটি তাদের লক্ষ লক্ষ লোকের অনুপ্রেরণা জোগাতে সাহায্য করবে। আপনি কি এই জাতীয় মহিলা বা আপনি কি এই জাতীয় অনুপ্রেরণামূলক মহিলাদের জানেন? #SheInspiresUs ব্যবহার করে এ জাতীয় গল্প আমার কাছে পৌঁছে দিন।’ মঙ্গলবার ট্যুইট করে এমনই জানিয়েছেন প্রধানমন্ত্রী।
প্রসঙ্গত, সোমবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ট্যুইট করেন, ‘এই রবিবার, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউবে আমার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলি ছেড়ে দেওয়ার কথা ভেবেছিলাম।’ প্রধানমন্ত্রীর ট্যুইটের কয়েক মিনিটের মধ্যেই ট্যুইটারে তার হাজারো অনুগামীদের দ্বারা তাঁর দুই-লাইনের পোস্টে প্রায় ৫০০০০ ‘নো স্যার’ জবাব নিয়ে ট্রেন্ডিং-এ শীর্ষে পৌঁছে গিয়েছিল। প্রধানমন্ত্রী তার অনুরাগীদের সোশ্যাল মিডিয়া স্তব্ধ করে দেওয়ার কয়েক মিনিটের মধ্যে কংগ্রেস নেতা রাহুল গান্ধী ট্যুইট করে কটাক্ষ করেন নরেন্দ্র মোদীকে। বলেন, ‘সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নয়, ঘৃণা ছাড়ুন।’