করোনা ভাইরাসে সংক্রামিতদের সংখ্যা আবারো দিনে দিনে বাড়তে শুরু করেছে ভারতে। ইতিমধ্যেই মহারাষ্ট্রে করোনার দ্বিতীয় ঢেউ চলে এসেছে। প্রতিদিনেই হু হু করে বাড়ছে করনা ভাইরাসে আক্রান্ত রোগীদের সংখ্যা। এই পরিস্থিতিতে সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে আবারো একবার ভার্চুয়ালি বৈঠক করার সিদ্ধান্ত নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
আগামী বুধবার বেলা ১২ টা নাগাদ মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করতে চলেছেন মোদি। এর আগেও করোনাভাইরাস নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছিলেন প্রধানমন্ত্রী মোদী। তারপর ধীরে ধীরে ভারতে করোনাভাইরাস এর প্রভাব কমতে শুরু করে। কিন্তু আবারও নতুন করে এই ভাইরাস মাথাচাড়া দিয়ে ওঠার ফলে বিপদের মুখে ভারত।
এই মুহূর্তে মহারাষ্ট্র, কেরালা, পাঞ্জাব এবং কর্ণাটক নিয়ে সবথেকে বেশি উদ্বিগ্ন রয়েছেন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি। সোমবারের পরিসংখ্যান দেখলে দেশে ২৬,২৯১ জন নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন। শেষ ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে আরো ১১৮ জনের।
আগামী বুধবারের বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মুখ্যমন্ত্রীদের নিয়ে আলোচনার পাশাপাশি টিকাকরণ নিয়ে কথা বলবেন। তার সাথে আলোচনা করবেন সারা ভারতে লকডাউন করার সিদ্ধান্ত গ্রহণ করতে হয় কিনা সেই নিয়ে।