Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

এশিয়ার বৃহত্তম সৌরবিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

আরও একবার এশিয়া মহাদেশ জুড়ে উজ্জ্বল হয়ে উঠতে চলেছে ভারতের নাম। আজ থেকেই এশিয়ার বৃহত্তম সৌরবিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের উদ্বোধন হতে চলেছে ভারতে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজই সেই বৃহত্তম সৌরবিদ্যুৎ…

Avatar

আরও একবার এশিয়া মহাদেশ জুড়ে উজ্জ্বল হয়ে উঠতে চলেছে ভারতের নাম। আজ থেকেই এশিয়ার বৃহত্তম সৌরবিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের উদ্বোধন হতে চলেছে ভারতে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজই সেই বৃহত্তম সৌরবিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের উদ্বোধন করবেন মধ্যপ্রদেশে। বিজেপি শাসিত মধ্যপ্রদেশের রেওয়া জেলায় তৈরি করা হয়েছে এই সৌরবিদ্যুৎ উৎপাদন কেন্দ্রটি। মোট ১ হাজার ৫৯০ একর জমির উপর তৈরি করা হয়েছে এই সৌর প্ল্যান্ট। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত ধরে আজ উদ্বোধন হতে চলেছে এই প্রকল্পের। এই প্ল্যান্ট উদ্বোধনের সমগ্র অনুষ্ঠানটি সম্প্রচার করা হবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে।

মোট তিনটি বিদ্যুৎ কেন্দ্র রয়েছে এই প্ল্যান্ট-এ। প্রতিটি উৎপাদন কেন্দ্রে ২৫০ মেগাওয়াট করে মোট ৭৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা রয়েছে এই প্রকল্পের। তবে, ভবিষ্যতে এই প্রকল্পের উৎপাদন ক্ষমতা আরও বাড়ানো হতে পারে বলে জানা গেছে। এই প্রকল্প রূপায়ণে মোট ১৫৮ কোটি টাকা খরচ হয়েছে কেন্দ্রের। মূলত বাণিজ্যিক ভিত্তিতে ব্যবহার করা হবে এই সৌরবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদিত বিদ্যুৎ।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এই প্রকল্পে উৎপাদিত মোট বিদ্যুতের ৭৬ শতাংশ বিদ্যুৎ সরবরাহ করা হবে বিভিন্ন সংস্থাকে। মধ্যপ্রদেশের মধ্যে থাকা সংস্থাগুলোকেই দেওয়া হবে এই বিদ্যুৎ। বাকী ২৪ শতাংশ বিদ্যুৎ পৌঁছে দেওয়া হবে দিল্লি মেট্রো রেল কর্পোরেশনকে। এই প্রকল্প সম্পূর্ণ পরিবেশবান্ধব। এর ফলে প্রতি বছর প্রায় ১৫ হাজার টন কার্বন ডাই অক্সাইডের হাত থেকে মুক্ত হবে বায়ু, এমনই জানিয়েছেন বিশেষজ্ঞরা।

About Author