খেলাদেশনিউজফুটবল

ফুটবল কিংবদন্তি মারাদোনার মৃত্যুতে টুইটে শোকপ্রকাশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির

Advertisement

দিয়াগো মারাদোনা শুধুমাত্র তার দেশের সম্পদ ছিল না। তার মত ফুটবল কিংবদন্তি গোটা বিশ্বের সম্পদ। তাঁর অসাধারণ ফুটবল খেলার ভঙ্গিমা মন জয় করেছে কোটি-কোটি দর্শকের। অনেক ফুটবলারের জীবনের আদর্শ এই ফুটবলের রাজপুত্র দিয়াগো মারাদোনা। গতকাল রাত্রে মাত্র ৬০ বছর বয়সে হূদরোগে আক্রান্ত হয়ে চলে গেলেন তিনি। যাওয়ায় অস্ত্রপ্রচার করে ১১ নভেম্বর তিনি হাসপাতাল থেকে ছাড়া পেয়েছিলেন। কিন্তু তার মদ্যপান সংক্রান্ত সমস্যার কারণে তিনি বুয়েনস আয়ার্সের একটি পুনর্বাসন কেন্দ্রে ছিলেন প্রায় দুই সপ্তাহ ধরে। সেখানেই গত বুধবার হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ‘হ্যান্ড অফ গড’ এর মালিক।

দিয়াগো মারাদোনার মৃত্যু সংবাদ পেয়ে শোকোস্তব্ধ গোটা বিশ্বের মানুষ। তার অনুরাগীরা তাঁর আত্মার শান্তি কামনা করে অনবরত টুইট করে যাচ্ছে। এরইমধ্যে মারাদোনার ফ্যান ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনিও মহানায়কের মৃত্যুর খবর পেয়ে টুইটে শোকজ্ঞাপন করেছে। প্রধানমন্ত্রী মোদী মারাদোনার আত্মার শান্তি কামনা করে লিখেছেন, “দিয়াগো মারাদোনা ফুটবল জগতের একজন ওস্তাদ ছিলেন। তার খ্যাতি বিশ্বজুড়ে। তার ক্যারিয়ারে তিনি অনেক অবিস্মরনীয় মুহূর্ত দর্শকদের উপহার দিয়েছেন। তার অকাল প্রয়াণে সবাই খুবই শোকাহত। ওর আত্মার শান্তি কামনা করি।”

অন্যদিকে তার মৃত্যুর খবর শুনে শোক প্রকাশ করেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী কিরেন রিজিজুও। তিনি টুইট করে লিখেছেন, “আর পৃথিবীতে কোন দিন আরেকটা মারাদোনা জন্মাবে না। ফুটবলের সুপারস্টারকে আমরা সবাই টেলিভিশনের পর্দায় দেখেছি। তবে আমরা ভাগ্যবান যে আমরা নিজের চোখে মারাদনা ম্যাজিক দেখতে পেয়েছি সরাসরি।”

Related Articles

Back to top button