দেশ জুড়ে বিক্ষোভের মধ্যেই CAA-র সমর্থনে ট্যুইটারে প্রচার শুরু প্রধানমন্ত্রীর
দেশ জুড়ে বিক্ষোভের মাঝেই সোমবার নাগরিকত্ব সংশোধনী আইন ২০১৯ এর সমর্থনে ট্যুইটারে প্রচার শুরু করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন ট্যুইটারে নিজের ব্যক্তিগত ওয়েবসাইট ও নরেন্দ্র মোদী মোবাইল অ্যাপ ট্যুইট করে প্রধানমন্ত্রী বলেন, সিএএ-র মাধ্যমে কোন ভারতীয় নাগরিকের নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে না।
সিএএ পাকিস্তান, আফগানিস্তান ও বাংলাদেশ থেকে আসা হিন্দু, বৌদ্ধ, শিখ, জৈন, খ্রিস্টান ও পার্সি সংখ্যালঘুদের ভারতের নাগরিকত্ব প্রদান করবে। যে সমস্ত মানুষ ২০১৫ সালের আগে ধর্মীয় নির্যাতনের শিকার ওই সমস্ত দেশ থেকে এসে ভারতে আশ্রয় নিয়েছেন তাদেরই কেবল নাগরিকত্ব দেওয়া হবে।
আরও পড়ুন : মোদীর বিরুদ্ধে লড়াইয়ে মমতার পাশে সোনিয়া গান্ধী
‘ভারত সিএএ-কে সমর্থন করছে কারণ সিএএ ধর্মীয় সংখ্যালঘু হিসেবে এদেশে শরনার্থীর জীবন কাটাচ্ছেন তাদের নাগরিকত্ব প্রদান করছে। কারো নাগরিকত্ব কেড়ে নিচ্ছে না।’ প্রধানমন্ত্রীর ট্যুইটার হ্যান্ডেলে এ কথা লেখা হয়েছে। শুধু তাই নয়, এদিন একটি ভিডিও-ও প্রকাশ করেন প্রধানমন্ত্রী। সেখানে দেখা যায় সদগুরু নামের এক ধর্মীয় প্রধান সিএএ-র সমর্থনে মুখ খোলেন এবং সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে সারা দেশে বিভ্রান্তিমূলক প্রচার চালানো হচ্ছে বলে জানান।
গত মাসে সংসদের দুই কক্ষে পাস হওয়ার পরই নাগরিকত্ব সংশোধনী বিল আইনে পরিণত হয়। তাই পরই বিক্ষোভে ফেটে পড়ে সারা দেশ। উত্তর পূর্ব থেকে শুরু হওয়া এই বিক্ষোভের আগুন সারা দেশেই ছড়িয়ে পড়ে। প্রায় ২০ জন বিক্ষোভকারীর মৃত্যু হয় সারা দেশে।