জনপ্রিয় নেতা হিসেবে স্বীকৃতি নরেন্দ্র মোদি, করোনা মোকাবিলায় পথ দেখাচ্ছে বিশ্বকে
করোনায় জর্জরিত গোটা বিশ্ব। পরিস্থিতি সামাল দিতে আপ্রাণ চেষ্টা চালাচ্ছে প্রত্যেকটি দেশ। তবে এই ভাইরাসের মোকাবিলায় বিশ্বের সফলতম রাষ্ট্রনায়কের স্বীকৃতি পেলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার পরেই দ্বিতীয় স্থানে রয়েছেন মেক্সিকোর প্রেসিডেন্ট।
মার্কিন যুক্তরাষ্ট্রের একটি মার্কেট রিসার্চ কোম্পানি ‘মর্নিং কনসাল্ট’-এর দেওয়া তথ্য অনুযায়ী, বিশ্বের অন্যান্য উন্নত দেশগুলির তুলনায় ভারত অনেক ভালোভাবে করোনা ভাইরাসের মোকাবিলা করছে। ভারতে যেসব পদক্ষেপ নেওয়া হয়েছে তার প্রত্যেকটি পালন করেছে সাধারণ মানুষ। গত জানুয়ারী মাসে প্রধানমন্ত্রীর অ্যাপ্রুভাল রেটিং ছিলো ৬২, এই মাসে তা বেড়ে হয়েছে ৬৮। এরফলে মোদির জনপ্রিয়তা বিশ্বের অন্যান্য নেতা যেমন- ডোনাল্ড ট্রাম্প, বরিস জনসনের থেকেও বেড়ে গিয়েছে।
তবে শুধু নরেন্দ্র মোদিই নয় অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট জন মরিসন, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারো, জার্মানির চ্যান্সেলর অ্যাঞ্জেলা মর্কেল, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাঁকর, জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবেকেও রেটিং দেওয়া হয়েছে।
ওই সংস্থার মতে প্রায় সাড়ে চার মাস ধরে আমেরিকায় করা হয় এই সমীক্ষা। যেখানে সাধারণ মানুষের কাছে জানতে চাওয়া হয় করোনা মোকাবিলায় কোন দেশ ও শাসককে সবচেয়ে বেশি প্রভাবশালী বলে মনে হচ্ছে। এরপর জনগণের দেওয়া রায়ে যে পয়েন্ট দেওয়া হয়েছে তাতে সেরা হিসেবে নির্বাচিত হন নরেন্দ্র মোদি।