দেশনিউজ

‘বীর সেনাদের বলিদান ভোলা যাবে না’, ৫ জাওয়ান শহিদে শোকজ্ঞাপন প্রধানমন্ত্রীর

Advertisement

গোটা বিশ্ব যখন আতঙ্কিত ও নাজেহাল করোনা পরিস্থিতির সঙ্গে লড়াই করতে তখন পাকিস্তানের পরামর্শে জঙ্গিরা ক্রমাগত কাশ্মীরে নাশকতার চেষ্টায় মশগুল। আর তারফলেই জঙ্গিদের সঙ্গে লড়াইয়ে জড়িয়ে পড়লেন ভারতীয় সেনারা। পাকিস্তানের মদদপুষ্ট সেই জঙ্গিদের পূর্বপরিকল্পিত ছককে বানচাল করতে গিয়ে এবার শহীদ হলেন এক কর্নেল সহ পাঁচ নিরাপত্তারক্ষী।

সেই ঘটনায় দুঃখ প্রকাশ করে এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইটারে টুইট করে বলেন, হান্ডওয়ারার ঘটনায় যারা নিজের দেশের হয়ে জীবনকে বলিদান দিয়েছেন তাঁদের শ্রদ্ধা জানাই। শহিদ বীর সেনা ও নিরাপত্তারক্ষীদের এই সাহস ও বলিদান ভোলা যাবে না। তাঁদের পরিবারকে ও আত্মীয় স্বজনদের সমবেদনা জানাই।’ শহিদদের এই সাহস দেশবাসী কোনোদিন ভুলতে পারবে না, জানান প্রধানমন্ত্রী।

জঙ্গি ও ভারতীয় নিরাপত্তারক্ষীর যুদ্ধে শহিদ হন কর্নেল আশুতোষ শর্মা সহ আরও পাঁচজন নিরাপত্তারক্ষী। তবে তাঁদের লড়াইয়ের ফলে পাক মদদপুষ্ট দুইজন জঙ্গি মারা গেছে বলে জানা গিয়েছে। স্থানীয় সূত্রের মাধ্যমে জানা গিয়েছে, গত শনিবার সকালে উত্তর কাশ্মীরের হান্ডওয়ারার রাজওয়ার জঙ্গলের কাছে ছাঙ্গিমুল্লা গ্রামের এক বাড়িতে লুকিয়ে রয়েছে দুইজন জঙ্গি। আর সেই দুই জঙ্গি ওই বাড়ির পরিবারের সদস্যদের পণবন্দী করেছে বলে জানা যায়। এরপরই খবর পাওয়া মাত্র ভারতীয় সেনা ও নিরাপত্তারক্ষীরা ২১ নম্বর রাষ্ট্রীয় ব্যাটেলিয়ন ও জম্মু কাশ্মীর পুলিশের যৌথ বাহিনী তল্লাশির কাজে নামে এবং এলাকা ঘিরে ফেলে। আর এরপরই শুরু হয় জঙ্গি ও সেনাবাহিনীর লড়াই। তবে শেষমেশ পণবন্দী পরিবারটিকে উদ্ধার করতে পারলেও জঙ্গিদের গুলিতে মৃত্যু হয় কর্নেল সহ পাঁচজনের।

Related Articles

Back to top button