নবান্ন অভিযানে ধস্তাধস্তি! লাঠিপেটা করেছে পুলিশ, অভিযোগ বিক্ষোভকারী পার্শ্ব শিক্ষকদের
শিক্ষকদের লাঠিপেটা করল পুলিশ, জানা গিয়েছে সূত্র হতে
পার্শ্ব শিক্ষকদের নবান্ন অভিযানকে কেন্দ্র করে শুরু হয়েছে ধুন্ধুমার কাণ্ড। সুবোধ মল্লিক স্কোয়ারে পুলিশের সাথে ধস্তাধস্তি হয় বিক্ষোভকারীদের। হিন্দ সিনেমার কাছে পুলিশের ব্যারিকেডও ভাঙেন পার্শ্ব শিক্ষকের দল। যদিও পুলিশের বিরুদ্ধে পাল্টা লাঠি চার্জের অভিযোগ উঠে এসেছে বিক্ষোভকারীদের থেকে।
বেতন কাঠামোর স্থায়ীকরণের দাবিতে এই দিন নবান্নে অভিযানের ডাক দেন পার্শ্ব শিক্ষকেরা। সুবোধ মল্লিক স্কোয়ারে জমা হন বিক্ষোভকারীরা। কিন্তু মিছিল নিয়ে এগিয়ে যেতেই তাদের বাধা দেওয়া হয় পুলিশের পক্ষ থেকে। বিক্ষোভকারী পার্শ্ব শিক্ষকদের অভিযোগ, বিনা প্ররোচনা শান্তিপূর্ণ বিক্ষোভের উপর লাঠি চালিয়েছে পুলিশ কর্তৃপক্ষ। সংগঠনের বেশ কিছু জন নেতাকে আটকও করা হয়েছে বলে সূত্র হতে জানা গিয়েছে। অন্যদিকে পরিস্থিতি সামলাতে ঘটনা স্থলে পৌঁছায় র্যাফ। এছাড়া পৌঁছেছে কমব্যাট ফোর্সও
এর প্রতিবাদে রাস্তার উপরই বসে পড়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন পার্শ্ব বিক্ষোভকারী শিক্ষকরা৷ বিক্ষোভকারী শিক্ষকদের দাবি, মু্খ্যমন্ত্রীর সঙ্গে তাঁদের প্রতিনিধি দলের দেখা করিয়ে দেওয়া হবে পুলিশের তরফেই আশ্বাস দেওয়া হয়েছিল৷ কিন্তু সেই প্রতিশ্রুতি তো পূরণ হয়নি, উল্টে শিক্ষকদের লাঠিপেটা করেছে পুলিশ কর্তৃপক্ষ৷ সংগঠনের আটক নেতাদের ছাড়া না হলে তাঁরা রাস্তায় বসেই বিক্ষোভ দেখাবেন বলে জানিয়েছেন আন্দোলনকারী পার্শ্ব শিক্ষকরা৷ পুলিশের শীর্ষ কর্তারা ঘটনাস্থলে এসে আন্দোলনকারী বিক্ষোভকারী পার্শ্ব শিক্ষদের বোঝানোর চেষ্টা করছেন৷