লকডাউনে এমন সংকটজনক পরিস্থিতিতে যদি কেউ দেশের স্বার্থে অনবরত দিন রাত কাজ করে যান তাঁরা হলেন সমস্ত স্বাস্থ্যকর্মী, চিকিৎসক ও পুলিশ। বর্তমানে এই প্রতিকূল পরিস্থিতিতে নিজেদের জীবনকে বাজি রেখে দিনরাত পেশায় সচল রয়েছেন তাঁরা। এবার উত্তরপ্রদেশের দুই পুলিশের বিরুদ্ধেই এক ন্যক্কারজনক ঘটনা সামনে এল। একটি ভিডিওতে দেখা গেছে একজন যুবককে দুই পুলিশ কর্মী নির্মম ভাবে মারছেন। এমন ঘটনার পর পুলিশ কর্মী দুজনকে সাসপেন্স করা হয়েছে।
জানা গিয়েছে, উত্তরপ্রদেশের এটাওয়ায় বিবামউ গ্রামে সুনীল যাদব নামে এক যুবকের বিরুদ্ধে অভিযোগ জমা পড়ে। এরপর ওই দুজন পুলিশ কনস্টেবল অভিযোগের ভিত্তিতে সেই গ্রামে যায়। তারপর ওই যুবক ধারালো অস্ত্র নিয়ে চড়াও হয় পুলিশ কনস্টেবলের দিকে। এর ফলে ওই দুই পুলিশ কর্মী যুবককে নির্মমভাবে মারধর করেন। ভিডিওতে দেখা গিয়েছে, যুবককে বুকে, মাথায় পা দিয়ে লাঠি দিয়ে পেটাচ্ছে পুলিশ কর্মী।
স্থানীয়রা জানিয়েছেন, যুবক মানসিক ভারসাম্যহীন ও তাঁর চিকিৎসা চলছে। তবে ওই দুই পুলিশ কর্মী অভিযোগ করেছেন, যুবক তাঁদের দিকে ছুড়ি নিয়ে অগ্রসর হয়। একই অভিযোগ স্থানীয়দেরও। তবে এমন ঘটনায় ওই দুই পুলিশ কর্মীকে সাসপেন্ড করা হয়েছে। যুবককে মারধরের ঘটনা স্বীকার করে নিয়েছেন পুলিশ।
इटावा के बीबा मऊ गांव में फिर सामने आया यूपी पुलिस का बर्बर चेहरा।
SO संरक्षित सिपाही ने निर्दोष मानसिक रूप से विक्षिप्त युवक को बेरहमी से पीटा।
वीडियो वायरल होने के बाद मात्र दोषी सिपाही पर निलंबन की कार्रवाई अपर्याप्त। जांच करा SO को भी किया जाए निलंबित। pic.twitter.com/3xyGLuUsf0— Samajwadi Party (@samajwadiparty) May 3, 2020