করোনা আক্রান্ত হলেন বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী অপরাজিতা আঢ্য

একগাল হাসি নিয়ে হেঁশেলের 'রান্নাবান্না' যিনি রোজ সামলান সেই অপরাজিতা আঢ্য আজ করোনার সম্মুখীন হলেন। ইতিমধ্যে টলিউডে অনেকেই কোভিড ১৯ এর শিকার হয়েছেন, এবারে এই পথের যাত্রী হলেন সদা হাস্যরসে…

Avatar

একগাল হাসি নিয়ে হেঁশেলের ‘রান্নাবান্না’ যিনি রোজ সামলান সেই অপরাজিতা আঢ্য আজ করোনার সম্মুখীন হলেন। ইতিমধ্যে টলিউডে অনেকেই কোভিড ১৯ এর শিকার হয়েছেন, এবারে এই পথের যাত্রী হলেন সদা হাস্যরসে ভরপুর অপরাজিতা আঢ্য। কয়েকদিন আগে তাঁর কোভিড টেস্ট করা হয়। সেখানে তাঁর রিপোর্ট পজিটিভ আসে বলে খবর। অভিনেত্রীর বাড়ির সকলের রিপোর্ট পজিটিভ। এখন হোম আইসোলেশনে রয়েছেন জনপ্রিয় অভিনেত্রী অপরাজিতা আঢ্য।