কলকাতা: নভেম্বরে স্নাতকোত্তর স্তরে ক্লাস নয়। ক্লাস শুরু হবে ডিসেম্বরে। এমনটাই ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। রবিবার কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলির উপাচার্যদের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করেছিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তারপরই বলা হয়েছিল ইউজিসি গাইডলাইন তৈরি করার সময় খেয়াল করেনি যে, অক্টোবর মাসে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব রয়েছে। আর তাই সে কথা মাথায় রেখে কোনওভাবেই অক্টোবরে ক্লাস শুরু করা সম্ভব নয়। এমনকি নভেম্বরেও ক্লাস শুরু হচ্ছে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী।
স্নাতকোত্তর স্তরের ভর্তির প্রক্রিয়া নভেম্বরে শেষ করতে হবে। কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিকে এমন নির্দেশ দিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। তিনি বলেন ভর্তির প্রক্রিয়া নভেম্বরে শেষ করে ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে ক্লাস শুরু করা হবে। তবে স্নাতকোত্তর স্তরের প্রথম বর্ষের ক্লাস হবে অনলাইনে। দ্বিতীয় বর্ষের ক্লাস শুরু করার আগে বিশ্ববিদ্যালয়গুলিকে স্যানিটাইজ করার নির্দেশ দিয়েছেন তিনি।
তবে স্নাতক ও স্নাতকোত্তর স্তরের ক্লাস শুরু হলেও স্কুলগুলির পঠনপাঠন স্বাভাবিকভাবে কবে শুরু হবে, তা নিয়ে এখনও পর্যন্ত রাজ্য শিক্ষা দফতরের পক্ষ থেকে কিছু জানানো যায়নি। শিক্ষামন্ত্রী এ বিষয়ে বলেছেন, ‘আমরা কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলির সঙ্গে বৈঠক করেছি স্নাতক ও স্নাতকোত্তর স্তরের ক্লাস শুরু করার ব্যাপারে। ইউজিসির সঙ্গেও কথা বলা হয়ে গিয়েছে। কিন্তু স্কুলের পঠন-পাঠন নিয়ে এখনও পর্যন্ত কোনও আলোচনা করিনি। প্রত্যেকটি স্কুল ক্লাস শুরু করার আগে স্যানিটাইজ করতে হবে। তার আগে কোনওভাবেই ক্লাস শুরু করা সম্ভব হবে না। তাই এখনই স্কুল কবে খোলা হবে সে বিষয়ে কিছু বলতে পারছি না।’
শিক্ষামন্ত্রীর বক্তব্যের ওপর ভিত্তি করে এটুকু বলাই যায় আগামী ডিসেম্বর থেকে স্নাতকোত্তর স্তরের ক্লাস শুরু হতে চলেছে। তবে আপাতত ভর্তির প্রক্রিয়া এবং ভর্তি পরীক্ষার সমস্তটাই অনলাইনে সারতে হবে বলেই জানিয়েছে শিক্ষা দফতর।