Post office mobile number update: ৩১ মার্চের মধ্যে পোস্ট অফিসে করে ফেলুন এই কাজটি, নয়তো পড়ে যাবেন সমস্যায়
এমনটাই যদি হয়ে থাকে তবে আপনাকে কিন্তু দ্রুত ফোন নম্বরের সঙ্গে নিজের অ্যাকাউন্ট নম্বর আপডেট করে নিতে হবে
ব্যাংকের একাউন্টের সঙ্গে এখন প্রায় সবার ফোন নম্বর যুক্ত রয়েছে। একইভাবে কিন্তু আপনার পোস্ট অফিসের অ্যাকাউন্টের সঙ্গে ও আপনার ফোন নম্বর যুক্ত থাকতে হবেই। অনেকেই এখনো পর্যন্ত নিজেদের পোস্ট অফিসের একাউন্টের সঙ্গে নিজের ফোন নম্বর যুক্ত করেন নি। তাদের জন্য এবারে নির্দেশিকা জারি করে দিল ডাক বিভাগ। এই নির্দেশিকা অ্যাকাউন্ট ধারীদের দ্রুত এই ফোন নম্বরের সঙ্গে একাউন্ট লিংক করিয়ে নেওয়ার কথা বলা হয়েছে। ইতিমধ্যেই এর সময়সীমাও জানানো হয়েছে ডাক বিভাগের তরফ থেকে।
আগামী ১লা এপ্রিল ২০২৩ সাল থেকে ফোন নম্বর লিঙ্ক করা আবশ্যিক হয়ে যাচ্ছে ডাক বিভাগের একাউন্টে। সেই কারণে আপনাকে ৩১ শে মার্চের মধ্যেই কিন্তু আপনার পোস্ট অফিসে গিয়ে আপনার একাউন্টের সঙ্গে আপনার ব্যক্তিগত ফোন নম্বর লিঙ্ক করিয়ে নিতে হবে। যদি আপনি এই লিঙ্ক না করান তাহলে কিন্তু আপনাকে পরবর্তীকালে সমস্যায় পড়তে হতে পারে।
যদিও আপনার পোস্ট অফিসের শাখায় গিয়ে জানালেই এই বিষয়ে আপনাকে সহায়তা করবে ডাক বিভাগ। তবে পরে আপনি নম্বর আপডেট করতে পারেন। সে ক্ষেত্রে কিন্তু আপনাকে আপনার মোবাইল ফোনে আইপিপিবি মোবাইল ব্যাংকিং অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। এখানে গিয়ে সার্ভিস রিকুয়েস্ট এর মধ্যে এটি পেয়ে যাবেন। তারপর আপনাকে সহজ পদ্ধতিতে মোবাইল নম্বরের সঙ্গে নিজের ব্যাংক একাউন্টের নম্বর নিতে হবে।