যখনই হাতে কিছু বাড়তি টাকা আসে, তখনই অনেকে প্রথমেই ফিক্সড ডিপোজিটে (FD) বিনিয়োগের কথা ভাবেন। কারণ এতে ঝুঁকি কম, আর রিটার্ন নিশ্চিত। তবে ব্যাঙ্কের পাশাপাশি পোস্ট অফিসেও রয়েছে একাধিক বিনিয়োগের সুযোগ। বিশেষ করে পোস্ট অফিসের ফিক্সড ডিপোজিট বা টাইম ডিপোজিট স্কিমে বিনিয়োগ করে সুদ থেকেই ২ লক্ষ টাকার বেশি মুনাফা আয় করা সম্ভব।
সুদের হার কত?
পোস্ট অফিস টাইম ডিপোজিটে ১, ২, ৩ এবং ৫ বছরের জন্য অর্থ বিনিয়োগের সুযোগ রয়েছে। এখানে প্রতি ৩ মাস অন্তর সুদ গণনা হয় এবং বার্ষিক ভিত্তিতে সুদ প্রদান করা হয়।
-
১ বছরের এফডিতে সুদের হার ৬.৯%
-
২ ও ৩ বছরের জন্য সুদের হার ৭%
-
দীর্ঘমেয়াদে (৫ বছর) সুদ আরও আকর্ষণীয়, যা আপনার মূলধনকে বহুগুণ বাড়িয়ে তুলতে পারে।
এই নির্দিষ্ট সুদের কারণে বিনিয়োগকারীরা আগেভাগেই জানতে পারেন, তাঁদের কতটা আয় হবে।
নিশ্চিত রিটার্ন ও দীর্ঘমেয়াদি লাভ
পোস্ট অফিসের এফডি স্কিম সম্পূর্ণ ঝুঁকিমুক্ত এবং সরকারি নিশ্চয়তায় পরিচালিত। আপনি যদি ৫ বছরের জন্য অর্থ বিনিয়োগ করেন, তাহলে সুদের হিসেব অনুযায়ী তা তিনগুণ পর্যন্ত বাড়তে পারে। মূলধনের সঙ্গে নির্দিষ্ট সুদ যোগ হওয়ায় বিনিয়োগকারীরা দীর্ঘমেয়াদে বড় অঙ্কের অর্থ সঞ্চয় করতে সক্ষম হবেন।
মেয়াদকাল ও বাড়ানোর সুযোগ
এই স্কিমে ১ থেকে ৫ বছরের মধ্যে বিনিয়োগের সুযোগ রয়েছে। তবে মেয়াদ শেষ হওয়ার পরেও চাইলে আমানতের মেয়াদ বাড়ানো সম্ভব।
-
১ বছরের এফডি: মেয়াদপূর্তির তারিখ থেকে ৬ মাসের মধ্যে বাড়ানো যাবে।
-
২ বছরের এফডি: মেয়াদপূর্তির সময়সীমার ১২ মাসের মধ্যে বাড়ানোর সুযোগ রয়েছে।
-
৩ ও ৫ বছরের এফডি: মেয়াদপূর্তির ১৮ মাসের মধ্যে আবেদন করলে মেয়াদ বাড়ানো যাবে।
মেয়াদ একাধিকবার বাড়ানো যায়, ফলে বিনিয়োগকারীরা দীর্ঘ ১৫ বছর পর্যন্ত এই এফডি চালিয়ে যেতে পারেন। এর ফলে তাঁদের আয়ের পরিমাণও দ্বিগুণ-তিনগুণ হয়ে যেতে পারে।
কেন জনপ্রিয় এই স্কিম?
পোস্ট অফিসের এফডি বা টাইম ডিপোজিট জনপ্রিয় হওয়ার অন্যতম কারণ হলো এর নিশ্চিত সুদ, সরকারি সুরক্ষা ও সহজ প্রক্রিয়া। ঝুঁকিপূর্ণ শেয়ার বা মিউচুয়াল ফান্ডের তুলনায় এটি অনেক বেশি নিরাপদ। বিশেষত মধ্যবিত্ত ও অবসরপ্রাপ্তদের জন্য এই স্কিম এক বড় ভরসা।