Money Making Tips: প্রতি মাসে ২৮০০ টাকা বিনিয়োগ করলেই কেল্লাফতে! হিসেবে দেখে নিন, টাকা হবে অনেক
যদি পোস্ট অফিসে আরডি করার পরিকল্পনা করে থাকেন তাহলে এ ব্যাপারে আগে কিছু জেনে রাখা দরকার।
Post Office RD: সবাইকেই কম বেশি টাকা জমা করতে হয়। ব্যাংক এবং পোস্ট অফিস উভয় ক্ষেত্রেই আরডির বিকল্প পাবেন। তবে আপনি যদি পোস্ট অফিসে আরডি করার পরিকল্পনা করে থাকেন তাহলে এ ব্যাপারে আগে কিছু জেনে রাখা দরকার।
পোস্ট অফিস আরডিতে ৬.৭% হারে সুদ
এই প্ল্যানের সময়কাল ৫ বছর। পোস্ট অফিস আরডিতে৬.৭% হারে সুদ দেওয়া হয়। অর্থাৎ একবার আপনি আরডি শুরু করলে এটি টানা ৫ বছর ধরে চালিয়ে যেতে হবে। যদি পোস্ট অফিসের আরডির ইন্টারেস্টের পুরো সুবিধা নিতে চান তবে ৫ বছরের আগে এটি বন্ধ করার ভুল করবেন না। ম্যাচিউরিটি পিরিয়ড শেষ হওয়ার একদিন আগেও যদি ভাঙেন, তাহলে জরিমানা হিসেবে বড় ক্ষতির সম্মুখীন হতে হবে।
বড় ক্ষতির সম্মুখীন হতে হবে
নিয়ম অনুযায়ী, প্রয়োজনে অ্যাকাউন্ট খোলার তারিখ থেকে তিন বছর পর পোস্ট অফিসের আরডি অ্যাকাউন্ট বন্ধ করতে পারবেন। কিন্তু এ অবস্থায় আরডির বর্তমান সুদের হার অর্থাৎ ৬.৭% অনুযায়ী সুদ দেওয়া হবে না। বরং ডাকঘরের সেভিংস অ্যাকাউন্টের সমান সুদ দেওয়া হবে। পোস্ট অফিস সেভিংস অ্যাকাউন্টে ৪ শতাংশ হারে সুদ পাওয়া যাচ্ছে।
মোট টাকার পরিমাণ ১ লাখ ৫৪ হাজার
আরডি সুদের হার পুরো বছরের জন্য প্রযোজ্য। তবে যদি কোনও বছরের সময়কাল এক বছরের কম হয় তবে পোস্ট অফিস সেভিংস অ্যাকাউন্টের সুদের হার প্রযোজ্য হবে। যেমন দেড় বছর সময় বাড়ানোর পর অ্যাকাউন্ট বন্ধ করলে এক বছরের জন্য ৬.৭% হারে সুদ দেওয়া হবে এবং বাকি ছয় মাসের জন্য সেভিংস অ্যাকাউন্ট অনুযায়ী ৪% হারে সুদ দেওয়া হবে। কেউ যদি ১৫ বছর ধরে প্রতি মাসে ২৮০০ টাকা জমা করেন তাহলে তাঁর মোট ১,৩৪,৪০০ টাকা বিনিয়োগ করা হবে। পোস্ট অফিসের এই রেকারিং ডিপোজিট স্কিমে ৬.৭০% সুদ হিসাবে মোট সুদ পাওয়া যাবে ১৯,৯৮২ টাকা। মোট টাকার পরিমাণ হবে ১ লাখ ৫৪ হাজার।