Post Office: এই স্কিমে মাসে দু হাজার টাকা করে জমা করলে ৫ বছরে কত টাকা ফান্ড পাওয়া যাবে? জেনে নিন পুরো হিসাব
কোন ঝুঁকি ছাড়াই যদি কেউ নিয়মিত বিনিয়োগের মাধ্যমে অল্প টাকা করে বিনিয়োগ করে প্রচুর টাকার তহবিল তৈরি করতে চান তাহলে রেকারিং ডিপোজিট তার জন্য একটা দারুন স্কিম
আপনি যদি দীর্ঘমেয়াদে বিনিয়োগ করতে পারেন তাহলে কিন্তু একটা নির্দিষ্ট সময় পরে আপনি প্রচুর টাকা রিটার্ন পেয়ে যাবেন। বিনিয়োগ বিশেষজ্ঞরা বলছেন, এখন বাজারে এমন অনেক বিনিয়োগ বিকল্প রয়েছে যেখানে আপনারা এভাবে বিনিয়োগ করে প্রচুর টাকার ফান্ড তৈরি করতে পারবেন। তবে এইসব ফান্ডের ক্ষেত্রে কিন্তু কিছু ঝুঁকি থাকে। তবে সরকারি স্কিম বন্ড এবং ব্যাংক ডিপোজিট এর মধ্যে বেশকিছু প্রকল্পে যদি আপনি বিনিয়োগ করেন তাহলে আপনি গ্যারান্টি যুক্ত রিটার্ন পেয়ে যেতে পারবেন এবং ঝুঁকির কোনো রকম কোনো সম্ভাবনা থাকবে না। কোনরকম ঝুঁকি ছাড়া যদি আপনি নিয়মিত বিনিয়োগের মাধ্যমে অল্প টাকা বিনিয়োগ করে বড় তহবিল তৈরি করতে চান তাহলে পোস্ট অফিস রেকারিং ডিপোজিট আপনার জন্য খুব ভালো একটা স্কিম হয়ে উঠতে চলেছে। এই প্রকল্প সরাসরি সরকারের সংস্থা ইন্ডিয়ান পোস্ট অফিসের সঙ্গে আপনি করবেন, ফলে আপনার টাকা চুরি হয়ে যাবার কোন সম্ভাবনাও থাকছে না।
বর্তমান সময়ের রেকারিং ডিপোজিট একটি খুবই জনপ্রিয় প্রকল্প। ব্যাংকের সঙ্গে পোস্ট অফিসে এই রেকর্ডিং ডিপোজিট প্রকল্প চালু করা হয়েছে। এক নজরে দেখে নেওয়া যাক পোস্ট অফিসের রেকারিং ডিপোজিট প্রকল্পে প্রতি মাসে দু হাজার টাকা করে জমা করলে পাঁচ বছরে কত বড় ফান্ড আপনি তৈরি করতে পারবেন। পোস্ট অফিসের সেভিংস প্রকল্পের মধ্যে পাঁচ বছরের রেকারিং ডিপোজিট প্রকল্প একটা খুব জনপ্রিয় প্রকল্প। পোস্ট অফিসের এই রেকর্ডিং ডিপোজিট প্রকল্পে এখন বছরে ৬.৭ শতাংশ করে সুদ অফার করা হয়। এই হিসেবে যদি কেউ পাঁচ বছরের জন্য পোস্ট অফিসে রেকারিং ডিপোজিট প্রকল্পে বিনিয়োগ করেন এবং প্রতিমাসে ২ হাজার টাকা করে বিনিয়োগ করেন তাহলে কিন্তু ক্যালকুলেশন অনুযায়ী, ম্যাচিউরিটির সময় তিনি পেয়ে যাবেন ১ লক্ষ ৪২ হাজার ৭৩২ টাকা। পোস্ট অফিসে রেকর্ডিং ডিপোজিট প্রকল্পে কেউ যদি পাঁচ বছরের জন্য প্রতি মাসে ২ হাজার টাকা করে জমা করেন তাহলে মোট বিনিয়োগ তাকে করতে হবে ১ লক্ষ ২০ হাজার টাকা।
পোস্ট অফিসের রেকারিং ডিপোজিট প্রকল্পে কেউ যদি পাঁচ বছরের জন্য প্রতি মাসে ২ হাজার টাকা করে জমা করেন তাহলে ম্যাচিউরিটির সময় তিনি সুদ হিসেবে পাবেন ২২ হাজার ৭৩২ টাকা। এই সুদের হিসাব ধরা হয়েছে পোস্ট অফিসের বর্তমান বার্ষিক সুদের হার ৬.৭ শতাংশ অনুযায়ী। তবে আপনি মাত্র ১০০ টাকা দিয়েও পোস্ট অফিসে রেকারিং ডিপোজিট শুরু করতে পারেন। তবে ১০০ টাকা দিয়ে একাউন্ট খুললে ১০ টাকার গুণিতকে কিন্তু আপনি বিনিয়োগ করতে পারবেন। এই বিনিয়োগের কোনো সর্বোচ্চ সীমা নেই। বিনিয়োগকারী একাধিক অ্যাকাউন্ট খুলতে পারেন। শুধুমাত্র সিঙ্গেল অ্যাকাউন্ট নয়, দরকার পড়লে একসাথে তিনজন মিলে জয়েন্ট একাউন্ট খোলা যায়। পাঁচ বছর মেয়াদ হলেও তিন বছর পরে আপনি এই একাউন্ট ক্লোজ করতে পারেন। আবার ম্যাচিউরিটির পর আরো পাঁচ বছরের জন্য এই একাউন্টের মেয়াদ বৃদ্ধি করতে পারেন। পাশাপাশি এই অ্যাকাউন্টটিতে কিন্তু নমিনির সুবিধা রয়েছে। সঙ্গেই এই একাউন্টে কিন্তু আপনি ঋণও গ্রহণ করতে পারবেন।