করোনার জেরে টালমাটাল দেশের অর্থনীতি, স্বল্প সঞ্চয়ে সুদের হার কমালো কেন্দ্র
দেশ জুড়ে করোনা আতঙ্কের মধ্যেই স্বল্প সঞ্চয়ে সুদের হার কমালো কেন্দ্র। অর্থনীতির বর্তমান অবস্থায় এই সুদের হার যে কমতে চলেছে তা প্রত্যাশিতই ছিল। এক ধাক্কায় অনেকটাই কমলো সুদের হার। পিপিএফে সুদের হার কমে হয়েছে ৭.১%, যা আগে ছিল ৭.৯%। এর পাশাপাশি সিনিয়র সিটিজেন সেভিংস স্কীমে সুদের হার কমে হয়েছে ৭.৪%, যা আগে ছিল ৮.৪%।
মান্থলি ইনকাম স্কিমে নতুন সুদের হার হয়েছে ৬.৬% যা আগে ছিল ৭.৬%। এরকমভাবে ন্যাশনাল সেভিংস স্কীমেও কমেছে সুদের হার। এই স্কীমে সুদের হার কমে হয়েছে ৬.৮% যা এতদিন ছিল ৭.৯%।
নতুন অর্থবছরের প্রথমদিন থেকেই চালু হয়ে যাবে এই নতুন সুদের হার। অর্থাৎ ১লা এপ্রিল থেকেই চালু হয়ে যাবে এই নতুন সুদের হার। নতুন সুদের হার যে আগের থেকে অনেকটাই কমেছে তা মানছেন বিশেষজ্ঞরাও। কিন্তু তাদের মতে বর্তমান পরিস্থিতিতে এমনটা করতেই হতো। করোনা ভাইরাসের জন্য দেশ জুড়ে লকডাউন চলছে, অর্থনীতির হাল খুবই খারাপ। তাই এটা যে হবেই এমনটাই ধরা হয়েছিল।