৫ বছরে আয় করুন ১৪ লাখ টাকা, জানুন পোস্ট অফিসের সব থেকে লাভজনক প্রকল্পের ব্যাপারে
এই প্রকল্পটি অবসরপ্রাপ্ত মানুষদের জন্য অত্যন্ত লাভজনক হতে চলেছে
পোস্ট অফিস ব্যাংক তাদের গ্রাহকদের জন্য নানা রকমের লাভজনক প্রকল্প চালিয়ে থাকে এবং সেগুলোর মধ্যেই অন্যতম একটি প্রকল্প হলো সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম। আপনিও যদি এই মুহূর্তে নিরাপদ বিনিয়োগের কথা ভেবে থাকেন তাহলে এই প্রকল্প আপনার জন্য সবথেকে ভালো হতে চলেছে। এই প্রকল্পের মাধ্যমে মাত্র কয়েক মাসের মধ্যেই কোটিপতি হওয়ার সুযোগ রয়েছে আপনার কাছে। আজকে আমরা এই প্রকল্প নিয়ে আরও বিস্তারিত আলোচনা করতে চলেছি। আপনাদের জানিয়ে রাখি, এই প্রকল্পে আপনারা ৭.৪ শতাংশ হারে সুদ পেয়ে থাকেন এবং এর দরুন মাত্র ৫ বছরে আপনি ১৪ লক্ষ টাকার একটি বিশাল তহবিল তৈরি করতে পারেন।
আপনি যদি অবসরপ্রাপ্ত কোন ব্যক্তি হন, তাহলে আপনার জন্য পোস্ট অফিসে চলমান সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম অত্যন্ত লাভজনক হতে চলেছে। আপনার সারা জীবনের অর্থ এমন একটা জায়গায় আপনাকে বিনিয়োগ করা উচিত, যেখানে আপনি নিজের ভবিষ্যৎ কে আরো সুরক্ষিত করতে পারবেন। আপনার বিনিয়োগ নিরাপদ থাকবে এবং তার সাথে সাথেই আপনারা পেয়ে যাবেন আরো কিছু বেনিফিট।
তবে এই প্রকল্পের একাউন্ট খুলতে হলে আপনার বয়স হতে হবে নূন্যতম ৬০ বছর। এই বয়সের বেশি বয়সের ব্যক্তিরাই শুধুমাত্র এই প্রকল্প গ্রহণ করতে পারবেন। এছাড়া যারা VRS নিয়েছেন তারাও এই প্রকল্পে বিনিয়োগ করতে পারেন। আপনি যদি এই প্রকল্পে একসাথে ১০ লক্ষ টাকা একবারে বিনিয়োগ করেন, তাহলে প্রতিবছর ৭.৪ শতাংশ হারে পাঁচ বছরে সুদের পরিমাণ দাঁড়াবে ৪,২৮,৯৬৪ টাকা। এর ফলে সব মিলিয়ে আপনার তহবিলের পরিমাণ দাঁড়াবে ১৪ লক্ষ টাকার থেকেও বেশি।
আপনাদের জানিয়ে রাখি এই প্রকল্পের পরিপক্কতার সময়কাল সর্বাধিক পাঁচ বছর হতে পারে। পাশাপাশি এই প্রকল্প অনুযায়ী যদি আপনি অ্যাকাউন্ট খুলতে চান তাহলে কম করে হলেও আপনাকে ১,০০০ টাকা বিনিয়োগ করতেই হবে। আর সর্বাধিক আপনি ১৫ লক্ষ টাকা রাখতে পারেন এই একাউন্টে। পাশাপাশি মেয়াদ পূর্তির পর এই অ্যাকাউন্টের মেয়াদ আপনি আরো তিন বছর পর্যন্ত বৃদ্ধি করতে পারেন। তবে এই প্রকল্পের সব থেকে বড় সুবিধা হল, ট্যাক্স ছাড়। যদি আপনি এই প্রকল্পে বিনিয়োগ করেন তাহলে আপনি কিন্তু মোটা টাকা ট্যাক্স ছাড় পাবেন আয় কর আইন অনুযায়ী।