করোনার জেরে স্থগিত রাজ্যের উচ্চ মাধ্যমিক ও একাদশ শ্রেণীর পরীক্ষা
রাজ্য সরকারের তরফ থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষা স্থগিত করে দেওয়া হল। রাজ্যের শিক্ষা দফতর শনিবার বৈঠকে এই সিদ্ধান্ত নিয়েছে। উচ্চমাধ্যমিকের আর ৩ টি পরীক্ষা বাকি ছিল। সেই ৩ টি পরীক্ষা স্থগিত করে দেওয়া হয়েছে। আগামী ১৫ এপ্রিলের পর পরীক্ষাগুলির দিন নির্ধারিত করা হবে। এছাড়া একাদশ শ্রেণীর পরীক্ষাও স্থগিত করা হয়েছে। উচমাধ্যমিকের মতো একই তারিখে একাদশ শ্রেণীর ও পরীক্ষা ছিল। যেগুলো বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে।
আগামী ২৩,২৫ ও ২৭ মার্চের পরীক্ষা বাতিল করা হয়েছে। ১৫ এপ্রিলের পর নতুন তারিখ ঘোষণা করা হবে। ২৩ ও ২৫ তারিখ মূল বিষয়ের পরীক্ষা ছিল। আর ২৭ তারিখ অতিরিক্ত বিষয়ের পরীক্ষা। কয়েকদিন আগে কেন্দ্র সিবিএসই পরীক্ষা স্থগিত করেছিল। তারপর আইসিএসই ও আইএসসি পরীক্ষাও স্থগিত করা হয়। এবার রাজ্য উচ্চমাধ্যমিক।
এর পাশাপাশি পিএসসি-র পরীক্ষাও স্থগিত করা হয়েছে। ৩১ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে ইউজিসি, জয়েন্ট এন্ট্রান্স, এনআইওএস এবং এআইসিটিই পরীক্ষাও। রাজ্যের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান ও ১৫ এপ্রিল পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।